শিরোনাম
◈ বিমানবন্দরের নিরাপত্তায় হচ্ছে বিশেষ বাহিনী ◈ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি ◈ বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ◈ দুই বিলিয়ন পাউন্ডে ১ লাখ আসনের স্টেডিয়াম নির্মাণ করবে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ◈ নদীর জলবন্টন নিয়ে ভারত-বাংলাদেশ বৈঠকের ফল আপাতত শুন্য ◈ শাহাবাগ একদিনে গড়ে উঠেনি : হাসানাত আব্দুল্লাহ ◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় দেশীয় অস্ত্র নিয়ে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে আলমগীর মোল্যা (৪০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন । খবর পেয়ে দেশীয় অস্ত্র ঢাল-সরকি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি গ্রুপ । এ ঘটনায় আরও ৫ জন লোক আহত হয়েছে এবং চারটি বসতবাড়ি, একটি মোটর সাইকেল, একটি পিকআপ গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটে।
 
শনিবার (০৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, হামেরদী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য আলমগীর মোল্যা ও সাবেক ইউপি সদস্য বাবর আলী মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে । গত ২৫ ডিসেম্বর তাদের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়েছিল। 

সেই ঘটনার জেরে আজ শনিবার সকালে আলমগীর মোল্যা মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা  যাওয়ার পথে তার পথ গতিরোধ করে প্রতিপক্ষের লোকজন, এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাকে।
 
এঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের গ্রামবাসী  ঢাল-সরকি, কাতরা সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। গুরুত্বর আহত ইউপি সদস্যকে  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
সংঘর্ষে আলমগীরের সমর্থক আলী মোর্শেদের দুটি বসত ঘর, একটি পিকআপ, একটি মোটরসাইকেল ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে  হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়