শিরোনাম
◈ বাংলাদেশের আইনে কী আছে পুরুষদের ধর্ষণের বিষয়ে? ◈ কূটনীতিকের কানাডায় পালিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা ◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৫০ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় চিকিৎসক হত্যাকান্ডের ১৭ বছর পর পাঁচ আসামীর যাবজ্জীবন

আরিফ হোসেন স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে ১৭ বছর পুর্বে ঘটে যাওয়া আলোচিত ফজলুর রহমান হত্যাকান্ডে জড়িত ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালতের বিজ্ঞ বিচারক। রায়ে একই সাথে তাদের প্রত্যেকের ৫০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং দন্ডবিদির ১৪৩ ধারায় দোষী সাব্যস্ত করে অতিরিক্ত আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।

গেল বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ ওই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, নওগার মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের আতুরা গ্রামের মৃত সুবিত আলীর ছেলে ইব্রাহিম , রাইগাঁ গ্রামের আব্দুস সামাদের ছেলে আশরাফ, একই গ্রামের তছির উদ্দীনের ছেলে শহীদুল ইসলাম , আব্দুস ছালাম, আবুল কালাম আজাদ ।
রাষ ঘোষণার সময় আসামীরা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলার রায় সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৪ এপ্রিল জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে জেলার রাইগাঁ গ্রামে ফজলুর রহমান নামে এক  চিকিৎসককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ওই হত্যকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে ঘটনার পর একই দিন মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় পুলিশী তদন্তের পর দ্বিতীয় দফায় অধিকতর তদন্ত শেষে সিআইডি আদালতে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ কয়েক বছর ধরে মামলাটি আদালতে চলাকালীন সময়ে ৩  আসামীর মৃত্যু বরণ করেন।  
পরবর্তীতে ১৬ জনের বিরুদ্ধে দীর্ঘ দেড় যুগের অধিক সময় ১৭ বছর ধরে মামলাটি চলার পর ২২ জন স্বাক্ষী সাক্ষ গ্রহন শেষে রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে বৃহস্পতিবার  রায় ঘোষণা করে আদালতের বিজ্ঞ বিচারক।

ওই রায়ে ৫ জনের বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে যাবজ্জীবন কারাদন্ড এবং অন্য আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করেন বিজ্ঞ বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলাটি শুনানী করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট সওকত ইলিয়াস কবির। আসামী পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট অমরিন্দ্রনাথ ঘোষ ও অ্যাডভোকেট মোকছেদ আলী মন্ডল।
রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী নিহত ফজলুর রহমানের স্ত্রী শাহানাজ বেগম বলেন, এ রায়ে আমরা পুরোপুরি ন্যায় বিচার পাইনি।

আরো এক মূল আসামীকে খালাস দিয়েছেন আদালতের বিচারক। তাই আমরা ওই আসামীকে খালাস দেয়ার কারনে  উচ্চ আদালতে আপিল করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়