শিরোনাম
◈ (১৫ মার্চ) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ শেখ হাসিনার চাচাতো ভাই সেখ জুয়েল এখন বিধান মল্লিক ◈ টিউলিপ সিদ্দিক জাল স্বাক্ষর করেছিলেন বোনকে ফ্ল্যাট পাইয়ে দিতে: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ ভারতের সেনাপ্রধান শেখ হাসিনার ফেরা নিয়ে মন্তব্য করেছেন কি? ◈ নওফেল, বিপ্লবকে ১০ কোটি টাকায় পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে! ◈ তিন মাসের শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ◈ ঘুষকাণ্ডে অভিযুক্ত আদানির কাছে মার্কিন সমন পৌঁছে দেবে ভারত ◈ ট্রুডোর পদত্যাগ, শপথ নিলেন মার্ক কার্নি ◈ সীমান্তবর্তী তিন উপজেলায় অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম! ◈ একই বছরে আসবে দুইবার রমজান, তিনবার ঈদ!

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৬ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আহসান গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আহসান শহীদ সরোওয়ার্দী (৩৪) ও তার সহযোগী গোলাম রব্বনী (৩১) কে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

শুক্রবার (৭ফেব্রুয়ারী) সন্ধ্যায় শীর্ষ সন্ত্রাসী আহসানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

জানাযায়, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে লালমনিরহাট সেনা ক্যাম্প কমান্ডার শীর্ষ সন্ত্রাসী আহসানকে গ্রেফতারে ক্যাপ্টেন রওনক শাহারিয়ার এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা হয়। অভিযানে কালীগঞ্জ উপজেলার ভোটমারী বাজার বজলার রহমান শিশু নিকেতন মোড় সংলগ্ন সরোওয়ার্দীর অফিস থেকে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দি আর্মস্ এ্যাক্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন থানার সাব ইন্সপেক্টর ছানারুল হক।

মামলা সূত্রে জানাযায়, বৃহস্পতিবার কালীগঞ্জ থানাধীন ভোটমারী এলাকায় বজলার রহমান শিশু নিকেতন মোড় সংলগ্ন আহসান শহীদ সরোওয়ার্দী-এর অফিস রুমে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আহসান শহীদ সরোওয়ার্দী তার অফিস রুম হতে দৌড়াইয়া পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা তাহাদের ধাওয়া করে আটক করেন।

আটকের পর আহসান শহীদ সরোওয়ার্দীর প্যান্টের পকেট হতে পলিথিনে মোড়ানো ৪ পিস ইয়াবা ট্যাবলেট, রব্বানীর কাছ থেকে ২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে তাদের শয়ন কক্ষের খাটের নিচ হতে প্লাষ্টিকের সাদা বস্তা হইতে দেশীয় অস্ত্র বাটযুক্ত চাকু, স্টীলের চাপাতি, চাইনিজ কুড়াল, পুরাতন হাসুয়া, পুরাতন ছোরা, বাটযুক্ত ধারালো ছোরাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান,শীর্ষ সন্ত্রাসী আহসান শহীদ সরোওয়ার্দী ও তার সহযোগী রব্বনীকে যৌথবাহিনী আটক করে থানায় সপর্দ করে। পরে আটককৃতদের বিরুদ্ধে সাব ইন্সপেক্টর ছানারুল হক বাদি হয়ে দি আর্মস্ এ্যাক্ট ধারায় একটি মামলা দায়ের করেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়