শিরোনাম
◈ ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার ◈ নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের ১০ চ্যালেঞ্জ ◈ আগামী বিপিএলে বিদেশি ক্রিকেটাদের পারিশ্রমিকের দায়িত্ব নেবে বিসিবি ◈ বিপিএলের ফাইনালে নিশামকে না খেলানোর ব্যাখ্যা তামিমের ◈ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর দিল্লিতে বিজেপির ঐতিহাসিক জয়, উন্নয়ন ও সুশাসনের বিজয় বললেন মোদি ◈ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আইফোন ১৬ উপহার দিলেন ফরচুন বরিশালের মালিক ◈ আজ থেকে সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’ ◈ শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ ◈ প্রতিবাদ সমাবেশে উত্তাল গাজীপুর, আ. লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি (ভিডিও) ◈ গাজীপুরে হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৪ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের চার সিএনজি সহ মুদি দোকানে ডাকাতি, থানার ওসি বললেন ডাকাতি নয়, চুরি

হাবিব সারোয়ার আজাদ, সিলেট : সুনামগঞ্জের শান্তিগঞ্জে চার চারটি সিএসজি সহ একটি মুদি দোকানের মালামসাল ডাকাতি করে নিয়ে গেছে ডাকাতদলের সদস্যরা। শুক্রবার ভোররাত ৩টা থেকে সাড়ে ৩টার পর কোন এক সময়ে উপজেলার পশ্চিম পাহগলা ইউনিয়নের ব্রাম্মণগাঁও পয়েন্ট থেকে ৪টি সিএনজি চালিত অটোরিক্সা ও একই পয়েন্টে থাকা একটি মুদিদোকানের মালামলা ডাকাতি করে নিয়ে বীরদর্গে চলে যায় ডাকাত দলের সদস্যরা।

শুক্রবার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার সকালে ঘটনাস্থলে গিয়ে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার লোকজন এ ঘটনায় আতস্খিত হয়ে পড়েছেন এলাকার পরিবহন ব্যবসায়ী, চালক, ব্যবসায়ী ও সাধারন মানুষজন।

শুক্রবার বিকেলে সরজমিনে গিয়ে খোঁজ নিতে গেলে উপজেলার শান্তিগঞ্জের ব্রাম্মণগাঁও পয়েন্টে একদল সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা প্রথমে এসে ওখানকার নৈশ প্রহরীর চোখ মুখ লুঙ্গি দিয়ে বেঁধে ফেলে। এরপর পয়েন্টের ভিন্নভিন্ন স্থানে রাখা  চার চারটি সিএনজি চালিত অটোরিক্সা, একটি মুদি দোকানের মালামাল নির্ব্রিগ্নি ডাকাতি করে নিয়ে বীর দর্পে চলে যায় ডাকাতদলে সদস্যরা। শুক্রবার ভোররাত পুর্বববর্তী সময়ে ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে কোন এক সময় সংঘবদ্ধ ডাকাত দল ওই ডাকাতির ঘটনাটি ঘটায়।

ডাকাতদলের- সদস্যরা পয়েন্টে রাখা উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের  ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে ফরিদ আহমদের (গাড়ি নং- সুনামগঞ্জ থ ১১-৩৯০২) ,একই গ্রামের হানিফ উল্লার ছেলে আবদুল খালিকের (গাড়ির নং- সুনামগঞ্জ থ ১১-৩১৮৮), চন্দপুর গ্রামের আবদুল গফুরের ছেলে রুহুল আমীনের ( গাড়ি নং সুনামগঞ্জ থ ১১-৪৪২), পূর্ব বীরগাঁও ইউনিয়ন থেকেও অপর একটি সিএনজি (সুনামগঞ্জ থ ১১-১৪৮২), ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা আল আমিনের মুদি দেকানের সম্পুর্ মালামাল ডাকাতি করে নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা।
শান্তিগঞ্জের ব্রাম্মণগাঁও’র বাসিন্দা আল-আমিন জানান, আমার মুদি  দোকানের ক্যাশ বাস্ক থেকে থেকে নগদ টাকা, সিগারেটের কার্টুন,বিস্কুট সহ সকল মালামাল ডাকাতি করে নিয়ে গেছে। তিনি বলেন এ দোকানের আয় রোজগার দিয়ে কোন রকম আমার সংসার চলত, এখন দেখি সেই পথও বন্ধ হয়ে গেলে।

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া ব্রাম্মণগাঁও পয়েন্টে দায়িত্বে  থাকা নৈশ প্রহরী আফতর আলী বললেন, ভোর  পূর্ব সময়ে কোন কিছু বুঝে উঠার আগেই চারজন লোক জন লোক এসে আমার উপর অতর্কিত ভাবে হামলা পড়ে। এরপর গলায় ধারালো ছুরি ধরে চিল্লাচিল্লি (চিৎকার) করতে নিষেদ করে। বাঁধা দিলে আমার পড়নে থাকা আমার লুঙ্গি খুলে আমার চোখ মুখ হাত পা বেঁধে পাশে কিছুটা দূরে থাকা একটি ট্রাকের নিচে ফেলে রাখে। প্রায় ঘন্টা/দুয়েক এভাবেই ডাকাতরা আমাকে বেঁধে রাখে।  

এমন ডাকাতির ঘটনায় শান্তিগঞ্জের ওই ডাকাতির ঘটনাস্থলে থাকা আহমেদ সারোয়ার, জায়েদ আহমদ,  স্থানীয় সমাজকর্মী সজীব আহমদ, শুকুর আলী ও পরিবহণ শমিক গফুর আলীসহ এলাকাবাসী উদ্ভেগ প্রকাশ করে বলেন, গেল  ২২ জানুয়ারি রাতে পাশর্^বর্তী ছাতক থানার সীমানায় ঢাকাগামী দুটি বাসে গণডাকাতি হয়ে গেলে,এরপর আবার শুক্রবার ভোররাত পূর্ববর্তী সময়ে ছাতককের পাশর্^বতী শান্তিগঞজ থানা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে গেল, তাতে করে আমরা সাধারস মানুষজন, ব্যবসায়ী, প্রবাসী পরিবারগুলো পরিবহন মালিক শ্রমিকরা অনেকটা আইনশৃঙ্কলার অবনিত, পুলিশী দায়িত্বপালনে অবহেলা, এমনকি উদ্ভেগ প্রকাশ করছি।

শুক্রবার বিকেলে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম হোসেন ওই ডাকাতির ঘটনা না, মূলত চুরির ঘটনা।  এখানো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে মামলা নেয়া হবে বলেও জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়