লিয়াকত হোসেন জনী, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও মাহিন্দ্রের ( থ্রি হুইলার) সাথে সংঘর্ষে মাহিন্দ্র চালক নিহতের ঘটননা ঘটেছে। শুক্রবার ৭ ফ্রেরুয়ারি রাত পৌনে আটটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দেওলাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ঘাটাইল উপজেলার চকপাড়া পাকুটিয়া গ্রামের উদুর আলীর ছেলে আজমান হোসেন (৪০)। তিনি মাহিন্দ্রের চালক ছিলেন। মধুপুর থানার এসআই রুবেল এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালবাহী ঢাকাগামী দ্রুতগতির ট্রাকটি দেওলাবাড়ী আসার পর বিপরীত গামী পাকুটিয়া অভিমুখী মাহিন্দ্রকে চাপা দেয়। এ ঘটনায় মাহিন্দ্রচালক ঘটনাস্থলেই মারা যান।
মধুপুর থানার ডিউটি অফিসার এসআই রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া চলমান।
আপনার মতামত লিখুন :