শিরোনাম
◈ নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের ১০ চ্যালেঞ্জ ◈ আগামী বিপিএলে বিদেশি ক্রিকেটাদের পারিশ্রমিকের দায়িত্ব নেবে বিসিবি ◈ বিপিএলের ফাইনালে নিশামকে না খেলানোর ব্যাখ্যা তামিমের ◈ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর দিল্লিতে বিজেপির ঐতিহাসিক জয়, উন্নয়ন ও সুশাসনের বিজয় বললেন মোদি ◈ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আইফোন ১৬ উপহার দিলেন ফরচুন বরিশালের মালিক ◈ আজ থেকে সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’ ◈ শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ ◈ প্রতিবাদ সমাবেশে উত্তাল গাজীপুর, আ. লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি (ভিডিও) ◈ গাজীপুরে হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ড. ইউনূসের বিরুদ্ধে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া: প্রেস সচিব

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার কর্মসূচি ঘোষণা ফেসবুক পোস্ট, জামালপুরে উত্তেজনা

আওয়ামী লীগ নেতা বলছেন, দলীয়ভাবে কোনো কর্মসূচির ডাক দেওয়া হয়নি। ছবি: স্ক্রিনশট

জামালপুরে আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার ফেসবুক পোস্টকে ঘিরে তুলকালাম কাণ্ড চলছে। ইসলামপুর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে আছেন।

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে ইসলামপুর উপজেলায় বিক্ষোভ মিছিলের ডান দিয়েছেন ছাত্রলীগের ওই নেতা।

ফেসবুক ঘেঁটে জানা গেছে, পোস্টকারী ছাত্রলীগের ওই নেতার নাম মো. শাওন সরকার। তিনি ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। আজ শনিবার বিক্ষোভ মিছিল করার আহ্বান জানিয়ে দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে আগের গত বৃহস্পতিবার রাতে নেতা শাওন সরকার তাঁর ফেসবুক আইডিতে পৃথক তিনটি পোস্ট দেন।

আত্মগোপনে থাকা ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সরকারের ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এবং ৩২ নম্বরের বাড়ির ছবি সংবলিত পোস্টে ছাত্রলীগ নেতা শাওন সরকার লিখেছেন, ‘বঙ্গবন্ধুর নিজ বাসভবন ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ি ভাঙচুর করায় এবং অরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল মহোদয়ের নির্দেশনায় আগামীকাল শনিবার (আজ ৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে মন্ত্রী মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিলে সবার উপস্থিতি কামনা করছি। সময় জানিয়ে দেওয়া হবে।’

দ্বিতীয় পোস্টে শাওন সরকার লিখেন, ‘ভাঙা জিনিস আবার ভেঙে লাভ কী? এসব করে আমাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি কেউ আটকাতে পারবেনা, কাল সবাইকে মন্ত্রী মার্কেটে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। জয় বাংলা।’

তৃতীয় পোস্টে তিনি লিখেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ভেঙে তছনছ করেছে বাংলাদেশের মেধাবীরা। বিচার হবে ইনশাআল্লাহ।’

এসব পোস্টের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে থানা সংলগ্ন স্টেশন রোডস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র–জনতা। এর আগে বিকেল পৌনে ৪টার দিকে ইসলামপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় বটতলা চত্বরে সমাবেশ করেন বিএনপি নেতা–কর্মীরা। বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুর থানা–পুলিশ পৌর শহরে বিশেষ মহড়া দেয়।

তবে বিদেশে অবস্থানরত উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি শেখ মোহাম্মদ হারুনুর রশীদ তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম এক বিবৃতিতে জানিয়েছেন যে, উপজেলা আওয়ামী লীগের কোন কর্মসূচি নেই। এ বিষয়ে কাউকে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) শামছুজ্জামান বলেন, ‘আত্মগোপনে থাকা শাওন সরকার নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা ফেসবুকে উসকানিমূলক পোস্টে বিক্ষোভ মিছিল হবে মর্মে ঘোষণা দিয়েছে। ছাত্রলীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ। তারা যাতে মাঠে নেমে রাজনৈতিক কর্মকাণ্ড না চালাতে পারে সে জন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি। শুনেছি ছাত্রলীগ নেতা ফেসবুকে মিছিলের ঘোষণা দিয়ে পোস্ট করায় বিক্ষুব্ধ ছাত্র–জনতা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু বলেন, ‘ছাত্রলীগকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে। আমরা ইসলামপুরের মানুষ সব শান্তিপ্রিয়। এখানে এক ছাত্রলীগ নেতা বিক্ষোভ মিছিল করা হবে মর্মে ফেসবুকে পোস্ট করায় আমরা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছি।’

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ইসলামপুর থানার এসআই আব্দুল হাই বাদী হয়ে ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতা–কর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এই মামলা এজাহারভুক্ত আসামি ফেসবুকে পোস্টকারী ছাত্রলীগ নেতা শাওন সরকার। তিনি বর্তমানে আত্মগোপনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়