শিরোনাম
◈ বিবিসি বাংলা নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রেস সচিব ◈ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, একটি ফ্যাসিবাদি শক্তি : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা নিয়ে যা বললো ইরান ◈ ২৭ বাংলাদেশির বাঁচার আকুতি, চাইলেন সরকারের সাহায্য ◈ পরিবারের জিম্মায় অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি ◈ ৩২ নম্বরের আন্ডারগ্রাউন্ডে আয়নাঘরে মিললো মানুষের চোখ ও চুল! (ভিডিও) ◈ ইউরোপিয়ান ফুটবলে বার্সেলোনা ও লিভারপুলের জয়, ইন্টার মিলানের পরাজয় ◈ আ.লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে : আসিফ মাহমুদ ◈ সরকার বিরোধী অপপ্রচারের বিপুল পরিমাণ লিফলেটসহ তিনজনকে গ্রেফতার ◈ প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ-জলকামান

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের অপরাধের শাস্তি চাইলেন মেয়ে

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : পিতার বিশেষ অঙ্গ কেটে পালিয়েছেন মা।এমন অভিযোগে থানায় হয়েছে মামলা। আর মায়ের অপরাধের শাস্তি চেয়েছেন মেয়ে। এমনই ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়।
 
জানাগেছে, কুশলা ইউনিয়নের বিরামের কান্দি গ্রামের মনজেল সরদারের ছেলে রুবেল সরদার (৩৫) ১২ বছর আগে একই গ্রামের আমীর আলীর মেয়ে রেশমা বেগমকে বিয়ে করেন। বিয়ের কয়েক বছর যেতে না যেতেই স্ত্রী রেশমা বেগমের উচ্চাভিলাষী জীবনযাপনের কারনে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এ্ররই মাঝে এই দম্পত্তির রুকাইয়া ইসলাম ও আরাফাত সরদার নামে দুই সন্তানের জন্ম হয়। রুকাইয়া এখন পঞ্চম ও আরাফাত প্রথম শ্রেনিতে লেখাপড়া করছে।
 
সম্প্রতী স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করতে না পেরে আরেকটি বিয়ে করেন। এরপরই রেশমা বেগমসহ তার বাবার বাড়ীর লোকজন রুবেলের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
 
এ ঘটনার পর এলাকায় সামাজিকভাবে শালিস বৈঠকের মাধ্যমে দ্বিতীয় স্ত্রীর সাথে রুবেলের বিবাহ বিচ্ছেদ ঘটে। এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় রুবেল ও তার প্রথম স্ত্রী রেশমার মধ্যে বিরোধ মিটিয়ে তারা দুজনে আবার সংসার শুরু করেন। কিন্তু রুবেলের প্রতি স্ত্রী রেশমা বেগম ও তার বাবার বাড়ির আত্মীয়স্বজনের ক্ষোভ থেকেই যায়।
 
গত সোমবার (৩ফেব্রুয়ারি)গভীর রাতে রুবেলের শোবার ঘরে স্ত্রী রেশমা বেগম ও তার বাবার আত্মীয়স্বজন মিলে রুবেলের বিশেষ অঙ্গ এবং হাতপায়ের রগ কেটে ফেলে। এ ঘটনার পর রুবেলের চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে রেশমা বেগমসহ তার আত্মীয়স্বজন পালিয়ে যায়।
 
এ ঘটনায় মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) রুবেলের পিতা মনজেল সরদার বাদী হয়ে রেশমা বেগম ও তার দুই ভাই নিজাম শেখ এবং মতিউর শেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
 
রুবেলের মেঝ ভাবী শারমিন বেগম বলেন, বিয়ের কয়েক বছর পর থেকেই রেশমা নানাভাবে রুবেলকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। সে ছিল একজন উচ্চাভিলাষী মহিলা। রুবেল সবসময় তার ব্যবসা ও সংসার নিয়ে ব্যস্ত থাকতো। দোকান থেকে বাড়ি এলেই তার সঙ্গে ঝগড়া শুরু করতো। এ নিয়ে দুজনের মাঝে প্রায়ই কলহ লেগে থাকতো। রুবেল এসব সহ্য করতে না পেরে গোপনে আরেকটি বিয়ে করে। আমরা জানার পরে রুবেলের ২ সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই স্ত্রীকে তালাক দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু রেশমা ও তার বাবার বাড়ির লোকজনের রুবেলের প্রতি ক্ষোভ থেকেই যায়। তারা রুবেল কে মারার জন্য হাত-পায়ের রগ ও বিশেষ অঙ্গ কেটে হত্যার চেষ্টা চালায়।
 
রুবেলের ভাগ্নে ছামিউল শেখ বলেন, আমরা যখন আমার মামাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে ব্যস্ত মামী তখন মামার টাকা পয়সা সোনা-গহনা নিয়ে পালিয়ে যায়।আমার মামাম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু মামি ও তার বাবার বাড়ির লোকজন মামার কোন খোঁজখবর নিচ্ছে না।
 
রুবেলের মেয়ে রুকাইয়া ইসলাম(১১) বলেন, আমার মা কখনোই চিন্তা করেনি বাবা মারা গেলে আমাদের দুই ভাইবোনের কি হবে? আমরা কিভাবে বাঁচবো? আমি তার শাস্তি চাই।
 
এ বিষয়ে জানার জন্য রেশমা বেগমের বাবার বাড়ি গিয়ে কাউকেই খুঁজে পাওয়া যায়নি। কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়