নরসিংদী রায়পুরায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
শান্তার মৃত্যুর পর শ্রীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে বলে জানা গেছে। নিহত শান্তা ইসলাম ওই এলাকার শাকিল খানের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে স্থানীয় একাধিক মামলার আসামি সোহেল ও তার দলবল বিভিন্ন অস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা চালায়। এসময় রাসেল চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা বাধা দিলে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ শান্তাকে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব জানান, শান্তা নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠের দিকে গুলি করা হয়েছে।
শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল জানান, সোহেলের লোকজন আমার বাড়ি ও ইউনিয়ন পরিষদে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। বাড়িতে আমার দুই চাচা ও নারীরা ছিল। বাধা দিতে গেলে কমপক্ষে ৫-৬ জনকে আহত এবং চাচাতো ভাই শাকিলের স্ত্রীকে গুলি করে হত্যা করে। সোহেলের নামে এর আগেও ১০টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। চেয়ারম্যানের বাড়ি ও ইউনিয়ন পরিষদে হামলা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
আপনার মতামত লিখুন :