শিরোনাম
◈ অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ◈ নদীর জলবন্টন নিয়ে ভারত-বাংলাদেশ বৈঠকের ফল আপাতত শুন্য ◈ শাহাবাগ একদিনে গড়ে উঠেনি : হাসানাত আব্দুল্লাহ ◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের ◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও!

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আধিপত্য বিস্তার: ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গুলিতে গৃহবধূ নিহত

নরসিংদী রায়পুরায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

শান্তার মৃত্যুর পর শ্রীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে বলে জানা গেছে। নিহত শান্তা ইসলাম ওই এলাকার শাকিল খানের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে স্থানীয় একাধিক মামলার আসামি সোহেল ও তার দলবল বিভিন্ন অস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা চালায়। এসময় রাসেল চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা বাধা দিলে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ শান্তাকে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব জানান, শান্তা নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠের দিকে গুলি করা হয়েছে। 

শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল জানান, সোহেলের লোকজন আমার বাড়ি ও ইউনিয়ন পরিষদে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। বাড়িতে আমার দুই চাচা ও নারীরা ছিল। বাধা দিতে গেলে কমপক্ষে ৫-৬ জনকে আহত এবং চাচাতো ভাই শাকিলের স্ত্রীকে গুলি করে হত্যা করে। সোহেলের নামে এর আগেও ১০টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। চেয়ারম্যানের বাড়ি ও ইউনিয়ন পরিষদে হামলা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়