শিরোনাম
◈ অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ◈ নদীর জলবন্টন নিয়ে ভারত-বাংলাদেশ বৈঠকের ফল আপাতত শুন্য ◈ শাহাবাগ একদিনে গড়ে উঠেনি : হাসানাত আব্দুল্লাহ ◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের ◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও!

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৫১ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাড়াশের চলনবিল এলাকার ৯নং ব্রিজ পাশ্বে বন্ধন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে আটক করা হয়। এসময় ১টি প্রাইভেট কার জব্দ করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল বেপারী (৩২) ভোলা জেলার চরফ্যাশন থানার চর ফ্যাশন গ্রামের মোঃ সিরাজ বেপারীর ছেলে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, র‌্যাব-১২ এর সদর একটি তাড়াশের চলনবিল ৯নং ব্রিজ সংলগ্ন বন্ধন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর সামনে ঢাকা হতে রাজশাহীগামী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেট কার এবং নগদ ১ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার নিজস্ব প্রাইভেট কার যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। পরে আটককৃত আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সোহাগ হাসান জয় 

  • সর্বশেষ
  • জনপ্রিয়