শিরোনাম
◈ ফের ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তেজনা: টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট ◈ শিকলে বাঁধা ভারতীয় অভিবাসীদের নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ◈ চলমান পরিস্থিতি নিয়ে যা বললেন আজহারী ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা জারি ◈ ঝিনাইদহে বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর-আগুন ◈ পাকিস্তান এ’ দলের বিরুদ্ধে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ তামিম ইকবাল লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল যেতে চান ◈ বিপিএলের ফাইনালে আজ ফরচুন বরিশাল ও চিটাগং কিংস মুখোমুখি ◈ ধানমন্ডি ৩২ এ হামলার বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার ◈ কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ করুন: সরকারকে বিএনপি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৮ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামুর ঈদগড় -ঈদগাঁও সড়কের গজালিয়া সেতু চালুসহ  জমির মালিককে ক্ষতিপূরণের উদ্যোগ

কামাল শিশির, রামু : রামুর ঈদগড়- ইসলামাবাদ সংযুক্ত গজালিয়ায় ঈদগাঁও খালে নবনির্মিত সেতু দ্রুত সময়ে ব্যবহারের উপযোগী করতে উদ্যোগ গ্রহণ করে বৃহত্তর গজালিয়া উন্নয়ন সমবায় সমিতি। জানাজায়, ঈদগড় গজালিয়া ঈদগাঁও খালে একটি সেতু নির্মাণের দীর্ঘদিনদের দাবি করে আসছেন তিন ইউনিয়ন  ঈদগাঁও, ঈদগড়,বাইশারীর জনগণ। সেতুটি নির্মাণে ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি অপহরণের কয়েকটি হটস্পট নামে পরিচিতি,হিমছড়ি ঢালা,তিন মুখা,সাত তারা নামের ডাকাত প্রবণ  এলাকা থেকে সাধারণ পথচারীরা রক্ষাসহ তিন উপজেলাকে সংযুক্ত করবে।

অবশেষে  এই দাবির প্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি ২০২১ সালে ঈদগড়- ইসলামাবাদ সংযুক্ত গজালিয়ায় ঈদগাঁও খালে প্রায় ১৩ কোটি ব্যয়ে ৯০ মিটার লম্বা ১০ মিটার প্রস্থ দৃষ্টিনন্দন সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে সরকার। দীর্ঘ ৫ বছর পর সেতু নির্মাণ কাজ শেষ হলেও অচল অবস্থায় পড়ে আছে সদ্য নির্মিত সেতুটি। স্থানীয় ও টিকাদারের দাবি সেতুর দুইপাশে সংযোগ সড়কের জন্য ব্যক্তি মালিকানাধীন প্রায় ১৫০ মিটার, প্রায় ৮০ কড়া জমি অধিগ্রহণ প্রয়োজন পড়ে। অধিগ্রহণ না করলে সংযোগ সড়ক করা সম্ভব হচ্ছে না। এদিকে গ্রামীণ জনপদের রাস্তা অধিগ্রহণের জটিলতা রয়েছে এলজিইডির। ফলে বিপাকে পড়ে স্থানীয়রা থেমে যায় চলমান কাজ!

অবশেষে সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণ,দ্রুত সময়ের মধ্য সেতু চালু ও ক্ষতিগ্রস্ত জমির মালিককে ক্ষতিপূরণের উদ্যোগ গ্রহণ করে বৃহত্তর গজালিয়া উন্নয়ন সমবায় সমিতি।সংগঠনটির এমন মহৎ উদ্যোগে সাড়া দিয়েছে সর্বস্তরের মানুষ। 

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকালে সংগঠনের নেতৃবৃন্দরা ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় করেন। এসময় বৃহত্তর গজালিয়া উন্নয়ন সমবায় সমিতির পাশে থাকার আশ্বাস দেন। সেইসাথে সকল প্রকার সহযোগিতার কথাও জানান ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতি। 

মতবিনিময় সভায় ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মেসার্স এমএ ট্রেডিং এর স্বত্বাধিকারী মনজুর আলম মনজু,বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগড় ইউনিয়ন আমির দিদারুল ইসলাম,ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হুদা,জামায়াতের সাংগঠনিক সম্পাদক বনী আমিন,ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,ওয়ার্ড বিএনপি নেতা আবু হেনা, ছাত্র প্রতিনিধি হিজবুল্লাহ জাহান সাংবাদিক আজিজুর রহমান রাজু,জিএসবি গ্রুপের সভাপতি শিহাব উদ্দিন, এলজিইডি কর্মকর্তা আব্দুল আল নোমান,আবুল কাসেম,জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এসময় মনজুর আলম মনজু বলেন,সেতুটি দ্রুত চলাচলের উপযোগী করতে দুইপাশে ক্ষতিগ্রস্ত জমির মালিককে ক্ষতিপূরণ আদায় করে সংযোগ সড়ক করতে হবে,এতে সকল শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন। তাই এই কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

উল্লেখ, সেতুটি চালু হলে এলাকার জনসাধারণের যাতায়ত হবে ঈদগাঁও থানার পাশে ফকিরা বাজার হয়ে। ফলে জনসাধারণকে আর হিমছড়ী ঢালা দিয়ে চলাচল করতে হবে না। গজালিয়া ব্রীজটি দিয়ে চলাচল শুরু হলে লোকজন ডাকাতের কবল থেকে রেহায় পাবেন। পাশাপাশি অনেক বেশি নিরাপত্তা পাওয়া যাবে। জি কক্স টিভির পরিচালক আজিজির রহমান রাজু জানান, ব্রীজটি ঈদগাঁও -ঈদগড় -বাইশারী এলাকার প্রায় ২লক্ষাধিক জনগণের নিরাপত্তার স্বার্থে জরুরী ভিত্তিতে চালু করা প্রয়োজন হয়ে পড়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়