কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মনকিচর এলাকায় পুকুরে ডুবে মাহি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। নিহত মাহি শীলকুপের মনকিচর এলাকার মনজুর আলমের ছেলে।
পরিবারের সদস্যরা জানান,পরিবারের সবার অগোচরে শিশু মাহি খেলার ছলে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তল্লাশি করে ,মাহিকে পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :