শিরোনাম
◈ ‘জয় বাংলা’ গ্রুপে আওয়ামী লীগ নেতাদের আলোচনা ফাঁস ◈ যুক্তরাষ্ট্রে এবার দুই বিমানের সংঘর্ষ ◈  কে হবেন বিপিএলে সেরা ক্রিকেটার? ◈ বুমরাহকে নিয়ে ভারতীয় শিবিরে শঙ্কা, দলে না থাকলে শিরোপা জয়ের সম্ভাবনা ৩৫ ভাগ হ্রাস ◈ শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ: সারজিস আলম (ভিডিও) ◈ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওন গ্রেপ্তার ◈ অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ◈ ফের রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলারের ঘরে ◈ ভারত এখনো সাড়া দেয়নি হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে, রাজ্যসভাকে জানালেন দেশটির প্রতিমন্ত্রী ◈ বাংলাদেশে ৩ কোটি ৮০ লাখ ভোটার কখনো ভোট দিতে পারেনি

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জ সীমান্তে ভারতীর মদ, বিড়ি মহিষের চালানসহ কোটি টাকার মালামাল জব্দ

সিলেট প্রতিনিধি : ভারতের মেঘালয় থেকে এপারে নিয়ে আসা নয়া কার্টুনভর্তি মদ আমদানি নিষিদ্ধ সেক নাসির উদ্দিন বিড়ির চালান সহ ১ কোটি ২২ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। বুধবার সিলেট সেক্টরে, সিলেট ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার থেকে সিলেটের বিওপি সহ একাধিক বিওপির বিজিবি টহল দল ওইসব চোরাচালানর মালামাল জব্দ করেছে।

বুধবার সন্ধায় ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। অধিনায়ক (সিও বিজিবি) জানান,ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন পাহাড়ি এলাকায় থাকা চোরাকারবারিদের সহায়তায় এপারে  থাকা বাংরাদেশি চোরাকারবারি চক্রের সদস্যরা সীমান্তের বিভিন্ন চোরাচালান রুটে ভারতীয় কার্টুন ভর্তি মদ, অতিরিক্ত নিকোটিনযুক্ত সেখ নাসির উদ্দিন বিড়ি, শাড়ী, কম্বল,  বেটেনোভেট ক্রিম, হোয়াইট টোন ক্রিম, ওয়াইল্ডটোন পরফিউম, বডি স্প্রে, গবাদিপশু (মহিষ), চিনি, কমলা, সুপারি, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, বস্তাভর্তি রসুন, ইজারাবিহিন সীমান্ত নদীতে পাথর উক্তোলকাজে  থাকা নৌকা, চোরাচালানের মালামাল পরিবহনকাজে  ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানের মুল্য প্রায় ১ কোটি ২১ লাখ  ৭৫০ টাকা।

বুধবার সন্ধায় সিলেট সেক্টরে, সিলেট ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক(সিও বিজিবি) লে.কর্নেল মো. হাফিজুর রহমান দেশ ও জাতীর বৃহৎ সার্থের তাগিদে সিলেটের সকল শ্রেশি পেশার মানুষকে সীমান্ত অপরাধ এবং মাদকসহ ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি তথা আইনশৃস্খলা রক্ষাকারি বাহিনীকে সহযোগিতার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়