শিরোনাম
◈ ‌‌শেখ হাসিনা এখন পুরাই বিবর্ণ ও বিনোদনহীন ◈ বাংলাদেশে আমেরিকান দৃষ্টিভঙ্গি অতিরঞ্জিত: ভারতের সাবেক ‘র’ কর্মকর্তা ◈ সারাদেশে ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার ◈ আওয়ামী লীগের সভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার গুঞ্জন, ডিবি হেফাজতে অভিনেত্রী শাওনকে জিজ্ঞাসাবাদ চলছে ◈ থামুন! সরকারকে কাজ করতে দেন: উপদেষ্টা মাহফুজ আলম ◈ সাবেক এমপি আলাউদ্দিন নাসিমের বাড়িতে অগ্নিসংযোগ (ভিডিও) ◈ ‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’ ◈ ছাত্র-জনতার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর: এবার যা বলল ভারত ◈ ভিন্ন ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়লো ◈ ধানমন্ডি ৩২ এ মাটির নিচে পাঁচতলার সন্ধান

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে যাত্রীবাহী চলন্ত বাস আগুনে পুড়ে ভস্মীভূত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী চলন্ত একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা অর্ধশত যাত্রী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে রুপসা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল। পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে বাসটির সাইলেন্সারের অংশ থেকে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে দাউদাউ করে আগুন পুড়ে বাসটি ভস্মীভূত হয়ে যায় ।পরে বাসে আগুনের খবর জানতে পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার ঘটনা যাত্রীরা জানতে পেয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শৈলকূপা ফায়ার স্টেশনের কর্মকর্তা মোঃ মহিউদ্দীন জানান, ঘটনা শোনামাত্র আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে ওই এলাকায় পানির স্বল্পতা থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।

মূলত আগুন লাগার কারণ হিসাবে তিনি জানান, বাসে ব্যবহৃত ব্যাটারি থেকে শর্টসার্কিট লেগে এমন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করছি। ফায়ার সার্ভিস কর্মকর্তা মহিউদ্দিন আরও জানান, বড় দুর্ঘটনার আগেই যাত্রীরা বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়