শিরোনাম
◈ বিপিএলের ফাইনালে যে দল বেশি শান্ত থাকবে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা : তামিম ◈ ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: হাফিজ উদ্দিন আহমেদ ◈ ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ঘটনায় যে বিবৃতি দিলেন অন্তর্বর্তী সরকার ◈ ধানমন্ডি-৩২-এ ভূরিভোজের জন্য আনা হলো গরু ◈ ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ভাঙচুর: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাংলাদেশের ◈ শেখ হাসিনার বাসভবন সুধা সদনে এখনও জ্বলছে আগুন, চলছে লুটপাট ◈ ‘হাসিনা ভুল প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিয়েছে’ ◈ ছিনতাই ঠেকাতে 'স্মল আর্মস পাচ্ছেন' ট্রাফিক সার্জেন্টরা ◈ ক্ষমতার কারিগরেরা উধাও: কে কোথায় আছেন হাসিনার ঘনিষ্ঠরা?

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪৩ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে আওয়ামী লীগ কার্যালয় ও ‘ঘৃণা স্তম্ভ’ গুঁড়িয়ে দেওয়া হলো

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আলহাজ মোড়ে বিজয় স্তম্ভের পাশে নির্মিত ‘ঘৃণা স্তম্ভ’ও ভাঙচুর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী পৌর শহরের স্টেশন রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয় একদল মানুষ। তারা ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’সহ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। কিছুক্ষণ পর একটি বুলডোজার এনে কার্যালয়টি ভাঙা শুরু হয়।

এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ছাত্র-জনতা পৌর শহরের আলহাজ মোড়ে গিয়ে বিজয় স্তম্ভের পাশে নির্মিত ‘ঘৃণা স্তম্ভ’ ভেঙে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো সময় জুড়ে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, আওয়ামী লীগের কার্যালয় ও আশপাশের এলাকা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্টেশন রোডের ওই এলাকায় সকালে কিছু স্থানীয় মানুষ ভিড় করে দাঁড়িয়ে ছিলেন, কেউ মোবাইলে ছবি তুলছিলেন, কেউ-বা হতবাক হয়ে চারপাশের ধ্বংসযজ্ঞ দেখছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর
ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়। ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে ইনশাআল্লাহ।

এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ বলেন, পাবনা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিয়মিত পুলিশের টহল কার্যক্রম অব্যাহত
আছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পাবনা জেলা পুলিশ তৎপর আছে। আমরা এরকম কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়