শিরোনাম
◈ বিপিএলের ফাইনালে যে দল বেশি শান্ত থাকবে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা : তামিম ◈ ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: হাফিজ উদ্দিন আহমেদ ◈ ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ঘটনায় যে বিবৃতি দিলেন অন্তর্বর্তী সরকার ◈ ধানমন্ডি-৩২-এ ভূরিভোজের জন্য আনা হলো গরু ◈ ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ভাঙচুর: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাংলাদেশের ◈ শেখ হাসিনার বাসভবন সুধা সদনে এখনও জ্বলছে আগুন, চলছে লুটপাট ◈ ‘হাসিনা ভুল প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিয়েছে’ ◈ ছিনতাই ঠেকাতে 'স্মল আর্মস পাচ্ছেন' ট্রাফিক সার্জেন্টরা ◈ ক্ষমতার কারিগরেরা উধাও: কে কোথায় আছেন হাসিনার ঘনিষ্ঠরা?

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:১১ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতেও  আগুন দিল বিক্ষুব্ধ জনতা (ভিডিও)

রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাঘার আড়ানী পৌরসভার চকসিঙ্গা মহল্লায় তাঁর তিনতলা বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ লোকজন বাড়িটির সামনে জড়ো হয়। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাড়িটি থেকে ধোঁয়া উড়ছিল। ভেতরে আগুন জ্বলছিল। তবে দমকল বাহিনীর কর্মীদের দেখা যায়নি।

শাহরিয়ার আলম ২০০৮ সালের নির্বাচনে প্রথম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। এরপর আরও তিনবার এ আসনের এমপি হন তিনি। দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে দ্বাদশ সংসদে তিনি মন্ত্রিত্ব পাননি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন রাজশাহীর প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। তবে শাহরিয়ারের বাড়িটি অক্ষত ছিল।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে রয়েছেন। তিনি রাশিয়ায় পাড়ি জমিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়