শিরোনাম
◈ আহত সারজিস আলম ◈ ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান, আজ হচ্ছে 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ ◈ ‘বিএনপি কর্মীদের’ হামলায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৩ সাংবাদিক আহত ◈ পাঁচদিনের ব্যবধানে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, বৃহস্পতিবার থেকে কার্যকর ◈ আমরা কী করলাম সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে: প্রধান উপদেষ্টা ◈ আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ◈ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ বাধ্যতামূলক অবসরের বিধান বাতিলের সুপারিশ ◈ উত্তাল ধানমন্ডি ৩২, ব্যাপক ভাঙচুরের পর বাড়িতে আগুন (ভিডিও) ◈ ধানমন্ডিতে বাসায় কাজের বুয়ার পরিচয়ে চাকরি নিয়ে দুর্ধর্ষ চুরি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম প্রাইম মুভার-লরি চালকদের কর্মবিরতিতে  দীর্ঘ যানজট

এম আর আমিন, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে সংঘর্ষের ঘটনার জেরে গত ১৪ ঘণ্টা যাবৎ কর্মবিরতি পালন করছে জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিকরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে আজ (বুধবার ৫ ফেব্রুয়ারি) মুভার ও ট্রইলার চালকরা স্টিয়ারিংয়ে হাত দেননি। ফলে সকল প্রকার পণ্যবাহী গাড়ি চট্টগ্রাম বন্দরে প্রবেশ-বহির্গমন বন্ধ রয়েছে। এ অবস্থায় কনটেইনার জটের  দেখা দিয়েছে। 
 
চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান আমাদের দাবি মূলত চারটি। গতকাল (মঙ্গলবার) থেকে এখন পর্যন্ত প্রশাসনের কেউ আমাদের সাথে বসেনি। সীতাকুণ্ড থানার ওসি বসলেও সমাধান দিতে পারেননি। তাই আমাদের শ্রমিকরা গাড়ি বন্ধ রেখে কর্মবিরতি অব্যাহত রেখেছে। 
 
এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, হঠাৎ এই কর্মবিরতির ফলে আমদানি ও রপ্তানিকারকরা ক্ষতির সম্মুখীন হতে পারে। এতে কনটেইনার জটের শঙ্কা তৈরি হবে। দ্রুত সময়ের মধ্যে তারা শ্রমিকদের সঙ্গে বৈঠক করে সমাধানের পথ খুঁজবেন। 
 
এর আগে ডিসি পার্কে সংঘর্ষের ঘটনার জেরে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে সড়ক অবরোধ করেন লরি-ট্রাক চালক-শ্রমিকরা। হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে জানান। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
জানা গেছে, সেনাবাহিনী-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রামের সমন্বয়ক ও প্রাইমমুভার ট্রেইলার চালক-শ্রমিক সংগঠনের নেতাদের যৌথ বৈঠক শেষে সকাল ৫টার দিকে অবরোধ তুলে নিলেও চালক-শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। কিন্তু সকালে তারা আবার গাড়ি বন্ধ রেখে চার দফা দাবিতে কর্মবিরতি শুরু করে।
 
তাদের চার দফা দাবি হলো— শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা, আহতদের চিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা, ডিসি পার্কে প্রবেশের বিকল্প পথ ব্যবস্থা করা এবং সড়কে শ্রমিকদের সার্বিক নিরাপত্তা প্রদান।
 
নগরের সল্টগোলা ও কাস্টমস এলাকায় গিয়ে দেখা গেছে, পণ্যবাহী লরি সড়কের দুই পাশে দাঁড় করিয়ে কর্মবিরতি পালন করছেন চালক-সহযোগীরা। এতে বন্দর-পতেঙ্গা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।সড়কে গাড়ি রেখে কর্মবিরতি পালন করায় শিক্ষার্থী ও কর্মজীবীরা ভোগান্তিতে পড়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়