শিরোনাম
◈ নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ◈ এবার জাবিতে পোষ্য কোটা বাতিল ঘোষণা ◈ আগরতলায় কাল থেকে আবারও ভিসা কার্যক্রম শুরু করবে বাংলাদেশ ◈ ছাড়া পেল উত্তরায় চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া ৩ ছাত্র ◈ আমার দল চিটাগং কিংসের টাকার গরম নেই: অধিনায়ক মিঠুন ◈ বিয়ের পর যে কারণে দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় গৃহবন্দি ছিলেন চিত্রনায়িকা পপি ◈ ‘আমরা বাড়ী বিক্রি করে খেলা চালাই আর অন্যরা চালায় ফিক্সিং করে’ (ভিডিও) ◈ বাল্যবিয়ে রোধে মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি  ◈ সরকারের প্রত্যক্ষ সমর্থনে রাজনৈতিক দল গঠনের আমি বিরোধী: আলী রীয়াজ (ভিডিও) ◈ ১২ কর্মকর্তার ভারত সফরে ১২ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১৯ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে উৎপাদিত ইনজেকশন সহ ১ কোটি ৭৩ লাখ টাকার মালামাল জব্দ

সিলেট প্রতিনিধি : ভারতে উৎপাদিত ইনজেকশন মদ গবাদিপশু  সেখ নাসির উদ্দিন বিড়ি মদ সহ ১ কোটি ৭৩ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে  বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাত ও সোমবার গেল দুইদিনে সিলেট সেক্টরের ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংরাবাজার, সোনালীচেলা, ছাতকের লাফার্জ, সিলেটের কালাসাদেক , উৎমা, পান্তুমাই, ডিবির হাওর, প্রতাবপুর, সোনারহাট, সংগ্রাম, শ্রীপুর বিওপির বিজিবি টহলদল পৃথক পৃথক অভিযানে ওইসব চোরাচালানর মালামাল জব্দ করেছে।

৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. হাফিজুর গবাদিপশু(মহিষ), চিনি,  আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিনযুক্ত সেখ নাসির উদ্দিন বিড়ি,  মদ, সুপারী, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ, চোরাচালান কাজে ব্যবহৃত ডিআই ট্রাক, মাহিন্দ্র ট্রাক্টর, সীমান্তনদী পাথর উক্তোলনরত নৌকা সহ প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

এদিকে ভারতের নয়া দিল্লীতে উৎপাদিত ইনজেশন ফুচকাসহ ৫৭ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাত ও সোমবার গেল দুইদিনে সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট, বালিয়াঘাট, বিশ্বম্ভপুরের চিনাকান্দি,ডলুরা,সদর উপজেলার পেকপাড়া, চিনাউড়া বিওপির বিজিবি টহলদল পৃথক পৃথক অভিযানে ওইসব চোরাচালানর মালামাল জব্দ করেছে।

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, ভারতের নয়া দিল্লীতে উৎপাদিত নারীদের পিরিয়ড নিয়মিত করনের জন্য প্রজেস্টরন ২৫ হাজার ১৬০টি (১০০ মি.গ্রা.)  ইনজেশন,ফুচকা,চিনি,গবাদিপশু(গরু),মেহেদী, মোটরসাইকেল সহ ৫৫ লাখ ৫১ হাজার ১৬০ টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়। সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক জানান, নারীদের পিরিয়ড নিয়মিত করনের জন্য প্রজেস্টরন ইনজেকশন ব্যবহার করা হয়ে থাকে, তবে এ ইনজেকশনের ব্যবহার গর্ভপাতে অতিরিক্ত ঝুঁকি থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়