শিরোনাম
◈ ‘জনগণের অর্থ চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে, আমরা এসব সম্পদ পুনরুদ্ধারে আপনার সহায়তা চাই’ ◈ নতুন নির্দেশনা সরকারি কর্মকর্তাদের তথ্য হালনাগাদ নিয়ে  ◈ তারেক রহমানের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ ◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা ◈ ড. ইউনূসের সঙ্গে কাচ্চি খেতে চান ময়ূখ (ভিডিও) ◈ পোষ্য কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন অবরোধ করে বিক্ষোভ ◈ চিন্ময় কৃষ্ণের জামিন নাকচ, ‘কেন জামিন নয়’ হাইকোর্টের রুল জারি ◈ অবশেষে আড়াল ভেঙ্গে স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে চিত্রনায়িকা পপি ◈ শেখ হাসিনা-রেহানাদের ৪ বাগানবাড়ি, আছে ডুপ্লেক্স ভবন, শানবাঁধানো ঘাট, পুকুর (ভিডিও) ◈ আমদানিকারকদের ধর্মঘটে বেনাপোল বন্দর দিয়ে বন্ধ হলো ফল আমদানি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:২১ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে গরু চোর চক্রের ৬ সদস্য আটক

মোঃ আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে তিনটি চোরাই গরুসহ চোরাই কাজে ব্যবহিত একটি পিকঅপ ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। এই ঘটনায় অভিযান চালিয়ে ৬জনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪জানুয়ারী) দুপুরের দিকে জেল হাজতে প্রেরণ করেন পুলিশ। এর আগে সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধল্লা ভিন্না ডাঙ্গি এলাকার নাজিমুদ্দিন এর দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ রতন রেজা, পিতা আব্দুস সাত্তার, এম এ মালেকের ছেলে খোরশেদ আলম, মৃত মনির হোসেনর ছেলে মাসুদুল কবির রনি, শুকুর আলীর ছেলে মোঃ সাত্তার, মোঃ জামাল মিয়ার ছেলে মোঃ জনি, কামাল মিয়ার ছেলে রুবেল মিয়া, তারা সবায় ঢাকা জেলার সাভার পৌর এলাকার বাসিন্দা। 

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, গত পহেলা জানুয়ারী প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় তিনটি গরু গোয়াল ঘরে দিয়ে ঘুমিয়ে যায়। পরেদিন সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার ঘরের তালা ভেঙে ঘরে থেকে তিন গরু চুরি হয়েছে। পরে সোমবার দিন ধামরাই থানায় গিয়ে অজ্ঞাত নামে আসামী করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তিনটি গরুসহ চোরাই কাজে ব্যবহিত একটি পিকআপ ও মোটর সাইকেল উদ্ধার করে। ছয় গরু চোরকে আটক করে থানায় নিয়ে আসি।

এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান,গত পহেলা  জানুয়ারী রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকা থেকে তিনটি গরু চুরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর এলাকায় রাতেই অভিযান চালিয়ে ছয়গরু চোরসহ চোরাই কাজে ব্যবহিত পিকঅপ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।আজ বেলা ১২টার দিকে তাদের জেলহাজ তে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়