শিরোনাম
◈ সরকারের প্রত্যক্ষ সমর্থনে রাজনৈতিক দল গঠনের আমি বিরোধী: আলী রীয়াজ (ভিডিও) ◈ ১২ কর্মকর্তার ভারত সফরে ১২ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত ◈ তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা ◈ আওয়ামী লীগের লিফলেট বিতরণ: আলোচিত শিক্ষক মুকিব মিয়া গ্রেপ্তার ◈ বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার ◈ গ্যাস চুরি ঠেকাতে ব্যর্থ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারী মামলার নির্দেশ ◈ ৮ ফেব্রুয়ারি সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ : আসিফ নজরুল (ভিডিও) ◈ ইংলিশ ফুটবলার হামজা ১৯ মার্চ বাংলাদেশে আসবেন, যোগ দেবেন প্রশিক্ষণ ক্যাম্পে ◈ বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সাকিব আল হাসান  ◈ বিশ্বে কোটি ভক্তের সেরা ফুটবলার হলেও নিজ গৃহে পিছিয়ে রোনালদো

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪৭ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথার আলোচিত কাসেম হত্যা : ১১ জনের জামিন মঞ্জুর 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথার আলোচিত কাসেম হত্যায় ১১ জন আসামিকে জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (০৪ ফেব্রুয়ারী) দুপুরে ফরিদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাড. ইব্রাহিম হোসেন ওই ১১ আসামির জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

অ্যাড. ইব্রাহিম হোসেন বলেন, 'আসামিরা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়েছিলেন। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার (০৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া ১১ আসামি হলেন- সানোয়ার শরীফ, সানোয়ার শরীফ, মোশারফ, ওহিদ খাঁ, আনোয়ার, লিমন, শহিদ মাতুব্বর, আরফিন, জনি, রেজাউল মাতুব্বর, মো. শহিদ। তাদের সবার বাড়ি বালিয়াগট্টি ও আশেপাশের এলাকায়। 

গত ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপের ইমামবাড়ী এলাকায় এক তরুণীকে উত্ত্যক্তের জের ধরে বখাটেদের চাকুর আঘাতে খুন হন কাসেম বেপারী (২৮) নামে এক যুবক। এ মামলায় নিরীহ মানুষদের হয়রানির উদ্যেশ্যে আসামি করার অভিযোগ উঠে। এ হত্যাকে পুঁজি করে  উপজেলার বালিয়াগট্টি, দোহার গট্টি, বড় বালিয়া, ছোট বালিয়া, পাটপাশা, জয়ঝাপসহ আশপাশের কয়েক গ্রামের মানুষকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে ও ঘরবাড়ি লুটপাট এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোটি টাকার চাঁদাবাজি করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া দোকান-পাট, ঘরবাড়ি লুটসহ এলাকায় হাতুড়ি বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের বিস্তর অভিযোগ উঠে।
 
এরই ধারাবাহিকতা গত বছরের ২০ অক্টোবর রাতে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি, মেম্বার গট্টিসহ আশপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এলাকায় তখন কিছুটা স্বস্তি মিললেও ফের হাতুড়ি বাহিনির উত্থান হয়েছে বলে স্থানীয়দের দাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়