শিরোনাম
◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে ◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল ◈ যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ সেই শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস ◈ ২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ, প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনো টাকা দেয়নি, হয়েছে ব্যাপক অনিয়ম: প্রেস সচিব ◈ হঠাৎ বাংলাদেশের ‘ফোর্স’ নামের এক সিনেমায় পাকিস্তানি মডেল!

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৩৫ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গফরগাঁওয়ে ইটভাটায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

আশরাফ আলী, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে ইটভাটায় সংঘর্ষে আহত বিএনপি কর্মী আবু সাঈদ (৫০) মারা গেছেন। সোমবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আবু সাঈদ উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের দেড়গাঁও গ্রামের বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি শাহাব উদ্দিনের ছেলে। আবু সাঈদ নিজেও বিএনপির কর্মী বলে দাবী তার পরিবারের।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ নভেম্বর উস্থি ইউনিয়নের ধাইরগাঁও এলাকার এম কে ডি ইটভাটা থেকে জোর করে ইট নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হন আবু সাঈদ। পরে তাকে স্বজনরা মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিসাধীন অবস্থায় ২ মাস ১৩ দিন পর মারা যান তিনি। এ ঘটনায় তৎসময়ে পাগলা থানায় মামলা দায়ের করে তার পরিবার।
নিহতের পিতা শাহাব উদ্দিন জানান, এম কে ডি ইটভাটায় মালিকানা বিরোধ নিয়ে সংঘর্ষের সময় আমার ছেলেসহ ৭/৮ জন আহত হয়। সোমবার বিকেলে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায় আবু সাঈদ।


প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর উস্থি ইউনিয়নের দেড়গাঁও গ্রামে গোলাম হায়দার খান নামের এক ব্যক্তির ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ চলছিল। পরে ১৮ নভেম্বর উভয় পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ঘের ঘটনা ঘটে।
পাগলা থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই থানায় মামলা দায়ের করে। হাসপাতালের মারা যাওয়া আবু সাঈদের মরদেহ পোষ্ট মর্টেমের পর কোতোয়ালী থানা পুলিশ পরিবারের হাতে তুলে দেবে। আবু সাঈদের পরিবারের দায়েরকৃত পূর্বের মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়