শিরোনাম
◈ চিন্ময় কৃষ্ণের জামিন নাকচ, ‘কেন জামিন নয়’ হাইকোর্টের রুল জারি ◈ ‘নিখোঁজ’ ১১ বছরের কিশোরী সুবার সন্ধান পেয়েছে পুলিশ, জানা গেল হতবাক হওয়ার মত ঘটনা ◈ অবশেষে আড়াল ভেঙ্গে স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে চিত্রনায়িকা পপি ◈ শেখ হাসিনা-রেহানাদের ৪ বাগানবাড়ি, আছে ডুপ্লেক্স ভবন, শানবাঁধানো ঘাট, পুকুর (ভিডিও) ◈ আমদানিকারকদের ধর্মঘটে বেনাপোল বন্দর দিয়ে বন্ধ হলো ফল আমদানি ◈ ফেসবুকের জন্মদিন আজ ◈ সৌদি, ওমান ও কাতার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল ◈ সংবিধান সংস্কার: ধর্মনিরপেক্ষতা কেন বাদ, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা কবে? ◈ যে শর্তে ইজতেমার অনুমতি পেলেন সাদপন্থীরা : মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ◈ মানহানির মামলায় উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন, শুরু হলো বিচারকাজ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৭ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর ধানখেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর ধানখেত থেকে মো. পারভেজ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি ধানখেত থেকে মুখ বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। ৩১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন পারভেজ।

নিহত পারভেজ ওই উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।

পুলিশ ও স্বজনেরা জানায়, ৩১ জানুয়ারি রাতে সদর উপজেলার শাকচর জব্বার মাস্টার হাটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন পারভেজ হোসেন। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন তার ভাই মো. ফয়েজ আহমেদ বাদি হয়ে সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
 
সোমবার রাতে ধানখেতে পারভেজের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পারভেজ হোসেনের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ধানখেত থেকে মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা বলে দাবি করেন নিহতের স্বজনেরা। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যবসায়িক দ্বন্দ্ব বা পারিবারিক ও জমিসংক্রান্ত কোনো বিরোধে ঘটনাটি ঘটিয়েছে কি না, তা-ও তদন্ত করা হচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়