শিরোনাম
◈ বিমানবন্দরে নতুন উদ্যোগ স্বর্ণ পরীক্ষা ও শুল্ক ফাঁকি রোধে  ◈ সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেফতার ◈ জুলকারনাইন সায়ের ফেসবুকে রেহানার ছবি, জানালেন তিনি কোথায়? ◈ যার বাসায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আছেন বলে ধারণা পিনাকী ভট্টাচার্যের ◈ যা জানা গেল সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে ◈ চিটাগং কিংসকে বড় ব্যবধানে হারিয়ে বিপিএলের ফাইনালে ফরচুন বরিশাল ◈ গুমের ঘটনায় যাদের নাম পেয়েছে এইচআরডব্লিউ ◈ অভিনেত্রী শাওনকে উদ্দেশ করে যা লিখেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ◈ কারাগারে থাকা সাবেক মন্ত্রী ফারুক খানের স্ট্যাটাস ‘ভাইরাল’, কারা অধিদপ্তর বললেন গুজব ◈ আন্দোলন প্রত্যাহার করলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৮ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর জলদী অভয়ারণ‌্যে চাম্বল পাহাড় থে‌কে পড়ে আহত হা‌তির মৃত্যু

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর জলদী অভয়ার‌ণ্যের চাম্বল পাহা‌ড়ে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া বন্য হাতি মারা গেছে। সোমবার সকা‌লে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায় ব‌লে জানান জলদী অভয়ার‌ণ্যের রে‌ঞ্জের রেঞ্জ কর্মকর্তা আ‌নিসুজ্জামান শেখ।

মঙ্গলবার পোষ্ট মার্ডাম শে‌ষে হা‌তির লাশ‌টি দাফন করা হ‌বে ব‌লেও তি‌নি জানান । সূত্র জানা যায়, গত শনিবার জলদী অভয়ারন‌্য রেঞ্জের আওতায় চাম্বল বন‌বি‌টের অভয়ারণ্যের জঙ্গল চাম্বল মৌজার মিতাইঝিরি এলাকায় বন্য হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। গুরুতর আঘ‌াতপ্রাপ্ত‌টি হা‌তিটির খবর পে‌য়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটির স্বাস্থ্য পরীক্ষা করেন।

রোববার ডুলাহাজারা সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত জুলকার নাঈন ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শ করেন। এ সময় চিকিৎসকেরা জানান, পাহা‌ড়ের উপর থেকে পড়ায় হাতিটি মেরুদণ্ডে গুরুতর আঘাত পায় এবং পেছনের দুটি পা অবশ হয়ে যায়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাতিটি। মারা যাওয়া হাতিটি এশিয়ান প্রজাতির মাদি হাতি এবং এর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। এ ব‌্যাপা‌রে বাঁশখালীর জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, চাম্ব‌লের গভীর পাহা‌ড়ি এলাকায় ,পাহাড় থেকে পড়ে গিয়ে আহত হাতিটি চি‌কিৎসা করার প‌রেও সোমবার সকা‌লে মারা গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি। মঙ্গলবার প্রাণীসম্পদ ডাক্তা‌রের উপ‌স্থি‌তি‌তে পোষ্ট মার্ডাম শে‌ষে দাফন (কবর)করা হ‌বে ব‌লে তি‌নি জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়