শিরোনাম
◈ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি পুতিন! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন ◈ এবার উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে জামাত যে বিবৃতি দিলেন ◈ ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক আর নেই ◈ আছিয়ার মৃত্যুতে কাঁদছে গোটা দেশ, দ্রুত বিচারের আশ্বাস ◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে ◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৮ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বরের বাড়িতে হামলা, বাবা-ছেলে গুলিবিদ্ধ

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধে জেরে ওলি মিয়ার ছেলের বিয়ে বাড়িতে প্রতিবেশীর মনাক মিয়া ও তাঁর ৩ ছেলেদের হামলায় ওলির বড় ভাই আব্দুল খলিল মিয়া (৫৫)ও তাঁর ছেলে মো. আসিফ (২০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।(৩ ফেব্রয়ারি) সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বড়িকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের স্বজন ও স্হানীয়রা জানান, সোমবার দুপুরে ওলি মিয়ার ছেলেকে বিয়ে করানোর জন্য মেয়ের বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলছিল।এসময় প্রতিবেশি মনাক ও তার ৩ ছেলে বিয়ে বাড়িতে হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা  বন্দুকের গুলিতে ওলির বড় ভাই খলিল মিয়া ও তাঁর ছেলে আসিফ  গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের  ঢাকায় পাঠানো হয়। 

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রাজ্জাক বলেন, ওলির মিয়ার ছেলেকে বিয়ে করানোর জন্য যাওয়ার প্রস্তুতি চলছিল। এসময় পূর্ব বিরোধে ওলির বাড়িতে হামলা চালায় প্রতিবেশি মনাক ও তাঁর ছেলেরা। এসময় গুলির ঘটনার ওলির বড় ভাই ও ভাতিজা আহত হয়েছে। তাদের উন্নত চিকিসার ঢাকায় পাঠানো হয়েছে। ওসি আরোও জানায়, আমরা ঘটনাস্হল হইতে একটি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করেছি। এ ঘটনায় ওলি মিয়ার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আসামী গ্রেফতারে আমাদের কার্যক্রম চলছে । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়