শিরোনাম
◈ অগ্রিম টিকিট বিক্রি শুরু, কোন তারিখে ট্রেনের কোন টিকিট এর বিষয়ে যা জানাগেল ◈ ইরানকে আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে, আমেরিকা বিশ্বকে ধোঁকা দিচ্ছে: ইমাম খামেনেয়ী ◈ আমি জানি না, ওরা কেনো মাঠ থেকে অবসর নিলো না : খালেদ মাহমুদ সুজন ◈ হান্ড্রেড বলের ক্রিকেটে বাংলাদেশের ২৯ ক্রিকেটারের কেউই দল পেলেন না ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব ◈ গালি দেওয়া সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত ◈ বাংলাদেশে থাকতে চাই না, আমাদের বার্মা ফেরত পাঠাও, খাদ্য সহায়তা কমানোয় দেশে ফিরতে চান রোহিঙ্গারা ◈ সৌদি আরবের হঠাৎ সিদ্ধান্তে হাজারো ওমরাহযাত্রী  বিপাকে ◈ গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নিয়ে আরেকটি দল গঠনের ইঙ্গিত ◈ কী ঘটেছিল সেই রাতে, কেঁদে কেঁদে জানালেন আছিয়ার মা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩০ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ী পুড়ে ছাই

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি ব‍্যবসা প্রতিষ্ঠান ও একটি বসত বাড়ী পুড়ে ছাই হয়েছে। সোমবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে রুদ্র বয়ড়া একুশে মোড় এলাকায় ব্যবসায়ী সোলায়মান সার ও পরাণ কুটির শিল্প দোকান খুলে বেচাকেনা করছিলো। এসময় হঠাৎ একই মার্কেটের পেছনে হোটেল ব্যবসায়ী আব্দুল মান্নানের বসত বাড়ী থেকে ধোয়া উঠতে দেখে। মুহুর্তেই পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। এসময় সরিষাবাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২ টি ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল ও একটি বসত বাড়ীর আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত সার ও পরাণ কুটির শিল্প দোকানের মালিক সোলায়মান বলেন, সকালে আমি দোকান খুলে সার বিক্রি করছিলাম। হঠাৎই পাশের হোটেল ব্যবসায়ী মান্নানের ঘর থেকে ধোয়া উঠতে দেখি। কিছু বুঝে উঠার আগেই মুহুর্তেই আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এসময় আমার সার ও কুটির শিল্পের দোকানের সকল মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। 

হোটেল ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, হঠাৎ করেই আমার ঘরে আগুন লাগার সংবাদ পাই। পরে বাড়ী এসে দেখি সব পুরে গেছে। আমার বাড়ী করার জন্য আমার ঘরে রাখা নগদ ৪ লক্ষ টাকাসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। 

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আমিসহ আমার সঙ্গীয় ফোর্স নিয়ে প্রায় দেড় ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। সব মিলিয়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়