শিরোনাম
◈ জুলকারনাইন সায়ের ফেসবুকে রেহানার ছবি, জানালেন তিনি কোথায়? ◈ যার বাসায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আছেন বলে ধারণা পিনাকী ভট্টাচার্যের ◈ যা জানা গেল সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে ◈ চিটাগং কিংসকে বড় ব্যবধানে হারিয়ে বিপিএলের ফাইনালে ফরচুন বরিশাল ◈ গুমের ঘটনায় যাদের নাম পেয়েছে এইচআরডব্লিউ ◈ অভিনেত্রী শাওনকে উদ্দেশ করে যা লিখেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ◈ কারাগারে থাকা সাবেক মন্ত্রী ফারুক খানের স্ট্যাটাস ‘ভাইরাল’, কারা অধিদপ্তর বললেন গুজব ◈ আন্দোলন প্রত্যাহার করলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ◈ কর বৃদ্ধির চাপে শিল্প-কারখানা, আমদানির ফল খালাস বন্ধ, রাস্তায় আলু ফেলে কৃষকদের বিক্ষোভ ◈ হাব দ্বি-বার্ষিক নির্বাচন: চলছে প্রচারণা, লড়াই হবে চতুরমুখী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫০ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্র চাওয়ায় ১৬ বছরে বিএনপির ৭০০ নেতাকর্মী গুম হয়েছে: অমিত

আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি:: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম  অমিত বলেছেন, গণতন্ত্রের কথা বলতে গিয়ে গত ১৬ বছরে দেশে ৭ শতাধিক মানুষ গুম হয়েছে। তাদের পরিবার এখনও জানেনা ভাগ্যে কি ঘটেছে।

কেবল বিএনপি করার অপরাধে যশোরের শার্শাতে আওয়ামীলীগ সন্ত্রাসীদের হাতে  নির্মম ভাবে  হত্যার শিকার অনেক নেতা,কর্মীকে  তাদের পরিবার  ভয়ে দাপন করার অধীকার টুকুও  হারিয়েছিল।  ভোটের  অধিকার চাইতে  গিয়ে শার্শার ৫ শতাধিক বিএনপি কর্মী বাড়ি ছেড়ে যশোরে অবস্থান নিয়ে রিকসা,ভ্যান চালিয়ে পরিবারের খরচ পাঠাতে হয়েছিল। এসময় ন্যায় বিচারের জন্য আইন শৃঙ্খলা বাহীনির সহযোগীতা চেয়েও পাওয়া যায়নি। 

সোমবার বিকালে যশোরের শার্শা ষ্টেডিয়াম মাঠে  উপজেলা বিএনপি আযোজিত বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির আহবাহক অধ্যাপিকা নার্গিস বেগম।  পরে কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে  গত ১৬ বছরে আ,লীগ সরকারের শাসনামলে হত্যার শিকার বিএনপি ও ছাত্র জনতার  আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক বাবু জয়ন্ত কুমার কুন্ডু,যশোর জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল ইসলাম শাবু,যুগ্ম আহবাহক দেলোয়ার হোসেন খোকন,সাবেক বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। 

সম্মেলনে শার্শা উপজেলা বিএনপির ১১ সদস্যের কমিটিতে সভাপতি আবুল হাসান জহীর,সাধারন সম্পাদক নুরুজ্জান লিটন ও  আশরাফুল আলম বাবুকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। 

এদিকে দীর্ঘ ২২ বছর পর উপজেলা বিএনপির এই সম্মেলনকে কেন্দ্র করে  সর্বত্রই ছিল উৎসবের আমেজ। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন রং-বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে। পুর ১২টার আগেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থলে অংশ নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়