শিরোনাম
◈ আওয়ামী লীগের লিফলেট বিতরণ বা কোনো কর্মসূচিতে গেলে গ্রেপ্তার: প্রেস উইং ◈ অবৈধভাবে ইতালিযাত্রায় সাগরে ডুবে প্রাণ গেল মাদারীপুরের ১০ জনের ◈ তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান: নাহিদ ইসলাম ◈ কোটায় উত্তীর্ণদের মেডিকেলে ভর্তি কার্যক্রম স্থগিত ◈ ইতালিয়ান নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, ফোন ও অন্যান্য মালামাল উদ্ধারসহ দুই  ছিনতাইকারী গ্রেফতার  ◈ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ বাংলাদেশ বিমান ভেঙে নতুন এয়ারলাইনস তৈরির সুপারিশ ◈ তিতুমীর শিক্ষার্থীদের রেলপথ অবরোধ: বেড়েছে পুলিশের উপস্থিতি, বিজিবি মোতায়েন ◈ দক্ষিণখানে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ করে হত্যা, ২ আসামির স্বীকারোক্তি  ◈ মহাখালী রেলপথ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজিরপুরে অবৈধ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ দেওয়ার অপরাধে কৃষক’কে জরিমানা

মো: মশিউর রহমান, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে ধান ক্ষেতে অবৈধ বৈদ্যুতিক লাইন টেনে ইঁদুর মারার ফাঁদ তৈরী করার অপরাধে মো: মাহাবুব নামের এক কৃষককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন এবং অনিদৃষ্টকালের জন্য বৈদ্যুতিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন করেছে নাজিরপুর পল্লিবিদ্যুৎ সমিতি। রবিবার (২ ফেব্রুয়ারী) রাতে উপজেলার ৫ নং শাঁখারীকাঠী ইউনিয়নের চালিতাবাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মো: মাহাবুব ওই ইউনিয়নের চালিতাবাড়ী গ্রামের মো: হালিম মোল্লার পুত্র। তিনি স্থানীয় রেজাউল মোল্লার ব্যবহৃত মিটার থেকে বৈদ্যুতিক লাইন টেনে ধান ক্ষেতে ইঁদুর নিধনের জন্য গুনা দিয়ে ফাঁদ তৈরী করে বিদ্যুৎ সংযোগ দেয়। এ অভিযোগে উপজেলা প্রশাসন তাকে জরিমানা করেন এবং নাজিরপুর পল্লিবিদ্যুৎ সমিতি মিটারের লাইনটি অনিদৃষ্টকালের জন্য সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। উল্লেখ্য নাজিরপুরে গত জানুয়ারী মাসে অবৈধ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে দুই কৃষকের মৃত্যু হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, কৃষি জমিতে বিদ্যুতের লাইন দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এই অবৈধ লাইন দেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। রবিবার রাতে মাহাবুব নামের কৃষক’কে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেছি এবং সংযোগ মিটারটি অনিদৃষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে। আমরা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে বলেছি মাইকিং করে শতর্ক করার জন্য।

নাজিরপুর পল্লিবিদ্যুৎ সমিতির সহকারি জেনারেল ম্যানেজার ফুয়াদ আল আরিফিন বলেন, বৈদ্যুতিক লাইন দিয়ে কৃষিক্ষেতে অবৈধ ইঁদুর মারার ফাঁদ দেওয়ার কোন বিধান নাই এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা রবিবার রাতে এক কৃষকের বৈদ্যুতিক মিটার লাইন অনিদৃষ্টকালের জন্য সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি এবং উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জরিমানা করেছেন আমাদের এ অভিযান অব্যহত থাকবে প্রথমবারের মত শতর্ক করেছি পরবর্তীতে যদি কেউ দেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়