ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে বাসচাপায় নাজিম উদ্দীন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মহেশপুর উপজেলার গোয়ালহুদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দীন হলেন সাড়াতলা গ্রামের মিনাজ উদ্দিনের ছেলে।
এ দূর্ঘনার ব্যপারে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দীন মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে খালিশপুর বাজারে যাচ্ছিলেন। পথে শাপলা ব্যানারের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনের ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :