মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম।
ইউএনও নাঈমা ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও এএসিওদের আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে বিচারিক সেবা নিশ্চিত করতে হবে।গ্রাম আদালত কার্যক্রমে প্রান্তিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করণ এবং স্থানীয় পর্যায়ে ন্যায় বিচারের সেবা সম্পর্কিত প্রচার প্রচারণায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি স্থানীয় ভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনসাধারণের মাঝে ব্যাপক প্রচারণার উদ্যোগ গ্রহণ করতে সকলের সহযোগিতার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এসিল্যান্ড রেদওয়ান ইসলাম,গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম,কো-অর্ডিনেটর জয়নাল আবেদীন প্রমুখ।
দ্বি-মাসিক সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (এএসিও) অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :