শিরোনাম
◈ তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান: নাহিদ ইসলাম ◈ কোটায় উত্তীর্ণদের মেডিকেলে ভর্তি কার্যক্রম স্থগিত ◈ ইতালিয়ান নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, ফোন ও অন্যান্য মালামাল উদ্ধারসহ দুই  ছিনতাইকারী গ্রেফতার  ◈ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ বাংলাদেশ বিমান ভেঙে নতুন এয়ারলাইনস তৈরির সুপারিশ ◈ তিতুমীর শিক্ষার্থীদের রেলপথ অবরোধ: বেড়েছে পুলিশের উপস্থিতি, বিজিবি মোতায়েন ◈ দক্ষিণখানে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ করে হত্যা, ২ আসামির স্বীকারোক্তি  ◈ মহাখালী রেলপথ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ (ভিডিও) ◈ থানায় না গিয়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ ‘জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল-অবরোধ করছে আওয়ামী লীগ’ (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:২৫ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে গ্রাম আদালতের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম।

ইউএনও নাঈমা ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও এএসিওদের আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে বিচারিক সেবা নিশ্চিত করতে হবে।গ্রাম আদালত কার্যক্রমে প্রান্তিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করণ এবং স্থানীয় পর্যায়ে ন্যায় বিচারের সেবা সম্পর্কিত প্রচার প্রচারণায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি স্থানীয় ভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনসাধারণের মাঝে ব্যাপক প্রচারণার উদ্যোগ গ্রহণ করতে সকলের সহযোগিতার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এসিল্যান্ড রেদওয়ান ইসলাম,গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম,কো-অর্ডিনেটর জয়নাল আবেদীন প্রমুখ।
দ্বি-মাসিক সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (এএসিও) অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়