শিরোনাম
◈ জুলকারনাইন সায়ের ফেসবুকে রেহানার ছবি, জানালেন তিনি কোথায়? ◈ যার বাসায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আছেন বলে ধারণা পিনাকী ভট্টাচার্যের ◈ যা জানা গেল সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে ◈ চিটাগং কিংসকে বড় ব্যবধানে হারিয়ে বিপিএলের ফাইনালে ফরচুন বরিশাল ◈ গুমের ঘটনায় যাদের নাম পেয়েছে এইচআরডব্লিউ ◈ অভিনেত্রী শাওনকে উদ্দেশ করে যা লিখেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ◈ কারাগারে থাকা সাবেক মন্ত্রী ফারুক খানের স্ট্যাটাস ‘ভাইরাল’, কারা অধিদপ্তর বললেন গুজব ◈ আন্দোলন প্রত্যাহার করলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ◈ কর বৃদ্ধির চাপে শিল্প-কারখানা, আমদানির ফল খালাস বন্ধ, রাস্তায় আলু ফেলে কৃষকদের বিক্ষোভ ◈ হাব দ্বি-বার্ষিক নির্বাচন: চলছে প্রচারণা, লড়াই হবে চতুরমুখী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০২ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাই গুঁড়িয়ে দেওয়া ইট ভাটা পূর্ণনির্মাণ

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে :ঢাকার ধামরাইয়ে অবৈধতার অভিযোগে ১৪টি ইটভাটা চিমনিসহ গুড়িয়ে দিয়ে ছিল পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ওই সময় ইটভাটায় ইট তৈরী ও পুড়ানোসহ  সব ধরনের কার্যক্রম বন্ধের  নির্দেশনা ও দেয়া হয়। কিন্ত কে শুনে কার কথা কয়েকদিন যেতে না যেতেই ইটভাটার মালিকরা অদৃশ্য শক্তির বলে সেই গুড়িয়ে দেয়া চিমনি গুলো পূর্ণ নির্মাণ করে দিদার চেয়ে চালাচ্ছে ভাটার কার্যক্রম । 
 
ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত ২৪ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর থেকে অভিযান পরিচালনা করে মাহী ব্রিকস ও স্বর্ণ ব্রিকস এবং সূয়াপুর ইউনিয়নের দেলধা এলাকায় সততা ব্রিকস-৪ ও সততা ব্রিকস-৫ এবং পাশেই একে ব্রিকস, হিরু এন্টারপ্রাইজ ও সোহাগ ব্রিকস বন্ধ ঘোষণা করে।
 
ধামরাই ৮ জানুয়ারি পরিবেশ কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে মদিনা ব্রিকস, সাজেদা ব্রিকস, ফারুক ব্রিকস, মাস্টার ব্রিকস ও গাংগুটিয়া ইউনিয়নের রাহাত ব্রিকস এদের মধ্যে একটি ভাটার চিমনি ভেঙে ভাটা বন্ধ ঘোষণা করে। এরপর ২২ জানুয়ারি কুশুরা ইউনিয়নের নবগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে নাছিমা ব্রিকস ও মদিনা ব্রিকস এর দুটি ভাটার চিমনি ভেঙে ভাটা বন্ধের নির্দেশ দেন।
 
এসব ইটভাটায় অভিযানের পর পরিবেশ অধিদপ্ত রের ঢাকা জেলা কার্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে বায়ুদূষণ ও ফসলি জমির মাটি কাটার অপরাধে ভাটাগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এইসব ভাটাগুলোর মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুধু মাহী ব্রিকস এর সামনে ভাটাটির লাইসেন্স ও ছাড়পত্র বাতিলের নোটিশ ইটভাটার সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং আরো বলা হয়েছে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো রকমের ইট বিক্রি ও উৎপাদন বন্ধ রাখতে বলা হয়। কিন্তু অভিযানের কয়েকদিন যেতে না যেতেই দেখাগেছে একে ব্রিকস, হিরু এন্টারপ্রাইজ ও সোহাগ ব্রিকস তিনটি ভাটায় ইট পোড়াতে দেখা যায়। এছাড়া নূর ব্রিকস, নাছিমা ব্রিকস ও মদিনা ব্রিকস পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি ভাটার চিমনি ভেঙে দিয়েছিল। পরে সেগুলো মেরা মত করে আবার ইট উৎপাদন ও ইট পোড়ানো হচ্ছে
 
এ বিষয়ে নুর ব্রিকস এর মালিক নুরইসলাম বলেন, এই বছর আমার অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে । ভাটা না চালাতে পারলে অনেক ক্ষতি হয়ে যাবে। তাই বাধ্য হয়ে চিমনি মেরামত করে ইট তৈরি ও পোড়ানোর কাজ করা হচ্ছে। 
 
এ বিষয়ে নাছিমা ব্রিকস এর মালিক জাহিদ হোসেন বলেন, একটি ভাটা চালু করতে কয়েক কোটি টাকা লাগে। এছাড়া ইট তৈরি শ্রমিকদের অগ্রিম টাকা দিয়ে কাজে আনতে হয়। এখন যদি ভাটা বন্ধ করা হয় তাহলে আমার অনেক ক্ষতির মুখে পড়তে হবে। তাই ভাটার চিমনি পুনরায় মেরামত করে চালু করা হবে।
 
এই বিষয়ে জানতে চাইলে একে ব্রিকস এর ব্যবস্থাপক হযরত আলী বলেন, আমার ভাটার পরিবেশ ছাড়পত্র ও ডিসি লাইসেন্সের মেয়াদ রয়েছে। কিন্তু ইট তৈরির কাঁচামাল হিসাবে ব্যবহৃত মাটিকাটার অনুমতি না থাকায় পরিবেশ অধিদপ্তর আমাদের ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে।
 
এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ইলিয়াস মাহমুদ সাংবাদিকদের বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে গুড়িয়ে দেওয়া ভাটাগুলো পুনর্নির্মাণ এবং ভাটার কার্যক্রম পরিচালনা করার কোনো সুযোগ নেই।
 
এই বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ সাংবাদিকদের বলেন, পরিবেশ অধিদপ্তরের বন্ধ করা ভাটাগুলো পুনর্নির্মাণ করে পরিচালনা করতে পারবে না। যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়