শিরোনাম
◈ দক্ষিণখানে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ করে হত্যা, ২ আসামির স্বীকারোক্তি  ◈ মহাখালী রেলপথ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ◈ থানায় না গিয়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ ‘জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল-অবরোধ করছে আওয়ামী লীগ’ (ভিডিও) ◈ ১১ দাবি নিয়ে এবার মতিঝিলের রাস্তায় শেয়ারবাজারে বিনিয়োগকারীরা  ◈ ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে ৬ ফ্লাইটের সিলেট ও কলকাতায় অবতরণ ◈ রুপির দাম রেকর্ড নিম্নমুখী, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যু.দ্ধের আশঙ্কা ◈ বর্তমান পদ্ধতিতে ভোটার তালিকা নিয়ে জালিয়াতির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ (ভিডিও) ◈ তিতুমীর কলেজের সামনে ফের সড়ক আটকাল শিক্ষার্থীরা ◈ দুর্বার রাজশাহীর মালিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে, পাওনা পরিশোধের আশ্বাস

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৩১ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে  নির্মাণ কাজ 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে পরিচালিত প্রকল্পের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা অমান্য করার অভিযোগ উঠেছে। উপজেলার হোসনাবাদ গ্রামে অন্যের জমিতে জোরপূর্বক এ প্রকল্পের কাজ চলছে। অনুসন্ধানে জানা যায়, গৌরনদী উপজেলার ১৯২ নং হোসনাবাদ মৌজার এস এ ৬২৬ নং খতিয়ান হালে ২৬৩৫/২৬৩৬দাগে রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম গংয়ের ১. ৪৬ একর ভুমির কাতে ১৫ শতাংশ জমির ওপর শাহ আলম রাড়ী ও আহসান হাবিব রাড়ী গংয়ের নেতৃত্বে কাজটি চলমান রয়েছে। 

জানা যায়, এ বিষয়ে গৌরনদী সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করা হয়, যার (মামলা নম্বর- ২৪৬/২০২২)। মামলায় বাদী পক্ষ রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম গং প্রকল্পের কাজ বন্ধ রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা চায়লে প্রথমত তা মঞ্জুর করা হলেও ২০২৩ সালের ৮ জানুয়ারি বিবাদী পক্ষ শাহ আলম রাঢ়ী ও আহসান হাবিব রাড়ী গং বরিশাল জেলা জজ আদালত মিস আপিল (মোকদ্দমা নম্বর ০৪/২০২৩) দায়ের করে। কিন্তু সেখানে আদালত আপিল খারিজ করে দেন।

পরবর্তী সময়ে বাদী পক্ষ হাইকোর্টে দেওয়ানি রিভিশন মামলা (মোকদ্দমা নম্বর- ২০৮৫/২০২৩) দায়ের করেন। ২০২৩ সালের ২৮ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন এবং উক্ত সম্পত্তির ক্ষেত্রে স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল ধরনের স্থাপনা নির্মাণ না করার আদেশ দেন।

উল্লেখ্য, শাহে আলম রাড়ী গং আদালতে ৪টি দলিল উপস্থাপন করেন এবং ৪ টি দলিলের মধ্য থেকে, বঙ্গবন্ধু মডেল গ্রাম ও সমবায় সমিতিকে ১৫ শতাংশ সম্পত্তি দান করার কথা বলেন। তবে হাইকোর্ট সেই ৪ টি দলিল পর্যালোচনা করে উক্ত জমিতে স্থাপনা নির্মাণ বন্ধ রাখার আদেশ দেন।

এদিকে, গৌরনদী সহকারী জজ আদালতও প্রকল্পের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার অন্তররর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর সহায়তায় মেসার্স মাদার ইঞ্জিনিয়ারিং এর পক্ষে স্থানীয় সাব ঠিকাদার আদালতের আদেশ অমান্য করে প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে।

ভুক্তভোগীরা এব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, নিবন্ধক ও মহাপরিচালক সমবায় অধিদপ্তর, বঙ্গবন্ধু আদর্শ মডেল গ্রাম ও সমবায় সমিতি, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আগারগাঁও,পুলিশের আইজিপি, দুর্নীতি দমন কমিশন, ডিজিএফআই, সেনাবাহিনীর সিকিউরিটি ইউনিট, এনএসআই, সিআইডি সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ করেও কোনো সুরাহা পাচ্ছেন না। উল্টো স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সহায়তায় প্রকল্পের কাজ চলমান থাকায় ভূক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক জি এস মনির বলেন, এবিষয়ে আমার কিছু জানা নেই। আপনি প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলুন।

প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন বলেন, আমরা গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জায়গার ব্যাপারে প্রতিবেদন দেওয়ার জন্য চিঠি দিয়েছি। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেব। কাজ করার কোনও অনুমতি আমি ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেইনি। 

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ ব্যাপারে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে আদালতের আদেশ বাস্তবায়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ভূক্তভোগী ও শান্তিপ্রিয় এলাকাবাসী।
  • সর্বশেষ
  • জনপ্রিয়