শিরোনাম
◈ তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান: নাহিদ ইসলাম ◈ কোটায় উত্তীর্ণদের মেডিকেলে ভর্তি কার্যক্রম স্থগিত ◈ ইতালিয়ান নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, ফোন ও অন্যান্য মালামাল উদ্ধারসহ দুই  ছিনতাইকারী গ্রেফতার  ◈ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ বাংলাদেশ বিমান ভেঙে নতুন এয়ারলাইনস তৈরির সুপারিশ ◈ তিতুমীর শিক্ষার্থীদের রেলপথ অবরোধ: বেড়েছে পুলিশের উপস্থিতি, বিজিবি মোতায়েন ◈ দক্ষিণখানে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ করে হত্যা, ২ আসামির স্বীকারোক্তি  ◈ মহাখালী রেলপথ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ (ভিডিও) ◈ থানায় না গিয়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ ‘জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল-অবরোধ করছে আওয়ামী লীগ’ (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০৭ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় চা পান করতে গিয়ে হাতুড়িপেটার শিকার কৃষক 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ব্যবসায়ী, কলেজছাত্র ও এক যুবককে হাতুড়িপেটার রেশ কাটতে না কাটতেই এবার সুজন মাতুব্বর (৩৪) নামে এক কৃষককে চা পান করতে গিয়ে হাতুড়িপেটার শিকার হয়েছেন।সোমবার (০৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে এ হাতুড়িপেটার ঘটনা ঘটে।

 
সুজন মাতুব্বর একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানান, সুজন মাতুব্বর সকালে বালিয়াগট্টি বাজারে চা পান করতে যান। এ সময় তাকে জাফর মাতুব্বর, উচমান মাতুব্বর, জাহিদ মাতুব্বর, মিন্টু বেপারী, ইকরাম বেপারী, মিন্টু বেপারী, শাহীন বেপারী, বাবুল মাতুব্বর, ইমরান শেখ, রানা শেখ সহ আরও কয়েকজন যুবক তাকে হাতুড়িপেটা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
 
হাতুড়িপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
 
এব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বলেন, হাতুড়ি পেটার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
 
উল্লেখ্য, এর আগে গত ২৯ ডিসেম্বর উপজেলার গট্টি ইউনিয়নের পাটপাশা বালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক মাতুব্বরের ছেলে ইকরাম মাতুব্বরকে হাতুড়ি পেটা, গত ৭ জানুয়ারী বালিয়াগট্টি বাজারের সাইফুর রহমান শাওনকে হাতুড়িপেটা, গত ৩১ জানুয়ারী আতিক শেখকে হাতুড়ি পেটা করা হয়। এভাবে প্রতিনিয়ত হাতুড়িপেটার ঘটনায় ওই এলাকায় হাতুড়িপেটা আতঙ্কে দিনকাটাচ্ছে মানুষ। তবে, অদৃশ্য কারণে কেউ থানায় মামলা কিংবা অভিযোগ দিতে সাহস পাচ্ছেন না। এছাড়া একই এলাকায় কাসেম বেপারী নামের এক যুবকের হত্যাকে পুঁজি করে কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ উঠে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়