শিরোনাম
◈ দক্ষিণখানে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ করে হত্যা, ২ আসামির স্বীকারোক্তি  ◈ মহাখালী রেলপথ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ (ভিডিও) ◈ থানায় না গিয়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ ‘জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল-অবরোধ করছে আওয়ামী লীগ’ (ভিডিও) ◈ ১১ দাবি নিয়ে এবার মতিঝিলের রাস্তায় শেয়ারবাজারে বিনিয়োগকারীরা  ◈ ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে ৬ ফ্লাইটের সিলেট ও কলকাতায় অবতরণ ◈ রুপির দাম রেকর্ড নিম্নমুখী, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যু.দ্ধের আশঙ্কা ◈ বর্তমান পদ্ধতিতে ভোটার তালিকা নিয়ে জালিয়াতির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ (ভিডিও) ◈ তিতুমীর কলেজের সামনে ফের সড়ক আটকাল শিক্ষার্থীরা ◈ দুর্বার রাজশাহীর মালিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে, পাওনা পরিশোধের আশ্বাস

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বাজারে বাজারে আ'লীগের প্রচারপত্র বিতরণ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে আওয়ামী লীগের ১৮ দিনের কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারীতে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । 
 
রবিবার (০২ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্তু দলটির কর্মসূচির দ্বিতীয় দিনে বোয়ালমারী পৌর বাস টার্মিনালসহ কমপক্ষে উপজেলা সদরের ১০-১২টি বাজারে এসব লিফলেট বিতরণ করতে দেখা গেছে।
 
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে গত শনিবার (০১ ফেব্রুয়ারি) প্রচারপত্র বিতরণ কার্যক্রম ঘোষণা করে দলটি। রবিবার কর্মসূচির দ্বিতীয় দিনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এম গালিবুর রহমান মিঞার নেতৃত্বে উপজেলার সহস্রাইল বাজার, কাঁটাগড় বাজার, বনমালীপুর মোড়, সূর্যোগ বাজার, বাইখির চৌরাস্তা, কাদিরদী বাজার ও বোয়ালমারী পৌর বাসস্ট্যান্ড এলাকাসহ বেশ কয়েকটি বাজারে লিফলেট বিতরণ কার্যক্রম চলে। আগামী বুধবার পর্যন্ত দলীয় প্রচারপত্র বিতরণ চলবে বলে জানা গেছে।  
 
এ সময় উপজেলা যুবলীগের সদস্য ও রূপাপাত ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রূপম, শেখর ইউনিয়ন যুবলীগের সদস্য রেজাউল করীম রেজা, যুবলীগ নেতা নিশান মিয়াসহ কয়েকজনকে দলীয় কর্মসূচি বাস্তবায়নে অংশ নেয়।
 
প্রসঙ্গত, ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার রোষানলে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দলীয় প্রথমসারির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়