জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিরাজুল ইসলাম নামের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করলেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহিপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আজ সকালে তাকে আদালত প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। আটককৃত সিরাজুল ইসলাম মহিপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। সে ডালবুগঞ্জ ইউনিয়ন বাসিন্দা ইউসুফ খানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, আ.লীগের ভেরিফাইড ফেসবুকে প্রচারিত মাসব্যাপী কর্মসূচি পালনের উদ্দেশ্যে দেয়াল লিখন শুরু করে ছাত্রলীগ। আর এ কর্মসূচি প্রতিহত করতে মাঠে সক্রিয় রয়েছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যে ছাত্রলীগ গভীর রাতে মহিপুর এলাকার বিভিন্ন দেয়ালে "জয় বাংলা, ছাত্রলীগ" সহ বিভিন্ন স্লোগান লিখছিলো। খবর পেয়ে ছাত্রদল যুবদলের কর্মীরা থানা সদরের বিভিন্ন অলিতে-গলিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটককরে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। তবে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুকে তার ছবিসহ পোস্ট করে তাকে মারধরের অভিযোগ করা হয়।
মহিপুর থানা ছাত্রদলের আহবায়ক তানজিল আলম বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, এ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা রাতের আধারে মহিপুর থানা এলাকার বিভিন্ন দেয়ালে রং দিয়ে "জয় বাংলা" জয় বঙ্গবন্ধু, জয় ছাত্রলীগ লিখেন খবর পেয়ে এ ঘটনার জড়িত ছাত্রলীগ কর্মী সিরাজুল ইসলাম কে হাতে নাতে আটক করে থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় সিরাজুল ইসলাম নামের এক ছাত্রলীগ কর্মীকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশে সোপর্দ করেন। আজ রবিবার (২ ফেব্রুয়ারী) সকালে তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :