শিরোনাম
◈ আসছেন জাতিসংঘের মহাসচিব: গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার প্রসঙ্গ   ◈ ভূমিকম্পের আভাস: ঢাকায় তাৎক্ষণিক ২ লাখ মানুষের প্রাণহানির শঙ্কা ◈ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সর্বশেষ অবস্থা জানাল আইএসপিআর ◈ ৪৮টি থানা এলাকায় পুলিশের সহায়ক হিসেবে কাজ করবে অক্সিলারি ফোর্স ◈ আ. লীগের নেতা-কর্মীরা নিষিদ্ধ হলে কোথায় যাবে? ◈ বুয়েটে চান্সপ্রাপ্ত মেধাবী ছাত্র শান্ত বিশ্বাসের পাশে তারেক রহমান ◈ আমরা ৫ আগষ্টের পর নতুন একটি শব্দ শুনতে পাচ্ছি মব কালচার : ইশরাক  ◈ কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল ◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে চালবাহী দুটি জাহাজ এল মোংলা বন্দরে

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা ১৬ হাজার ৪০০ টন চাল নিয়ে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুটি জাহাজ মোংলা বন্দরে নোঙর করেছে।

জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল জানান, শনিবার সন্ধ্যায় ভারতের ধামরা বন্দর থেকে ৭ হাজার ৭০০ টন চাল নিয়ে বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙর করে পানামা পতাকাবাহী ‘বিএমসি আলফা’। একই সঙ্গে ৮ হাজার ৭০০ টন চাল নিয়ে থাইল্যান্ডে পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ জাহাজটি নোঙর করে ফেয়ারওয়ে বয়ায়। আগামী সোমবার থেকে এই চাল খালাসের কাজ শুরু হবে বলে জানান তিনি।

মোংলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে মোট ৩ লাখ টন চাল। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস করা হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ খালাস করা হবে চট্টগ্রাম বন্দরে।

মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান বলেন, ‘এটি ভারত থেকে আসা উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মোংলা বন্দরে আমদানি করা চালের দ্বিতীয় চালান। বন্দরে আসা দুটি বিদেশি জাহাজে মোট ১৬ হাজার ৪০০ টন চাল রয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) আমদানি করা এই চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) খালাস প্রক্রিয়া শুরু হবে।’

খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান আরও বলেন, এর আগে ২০ জানুয়ারি মোংলা বন্দরে প্রথম চালানে আসে ৫ হাজার ৭০০ টন চাল। সে সময় ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজের মাধ্যমে চালগুলো আসে। সূত্র : আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়