শিরোনাম
◈ বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত ◈ যে কারণে লাল গালিচা ব্যবহার করে খাল খননের উদ্বোধন করেন ৩ উপদেষ্টা ◈ নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার করতে হবে: তারেক রহমান ◈ আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে কাজ করছে : হাসনাত ◈ নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ কমিশনের বিষয় নয়: ইসি সানাউল্লাহ (ভিডিও) ◈ শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, কঠোর আন্দোলনের হুঁ.শিয়ারি শিক্ষার্থীদের (ভিডিও) ◈ রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা টাকা না পাওয়ায় হোটেল ছাড়ছেন না ◈ ভারত থেকে চালবাহী দুটি জাহাজ এল মোংলা বন্দরে ◈ প্রবাসী মন্ত্রণালয়ের বিদেশগামীদের জন্য সতর্কবার্তা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০৭ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বাড়ি থেকে প্রবাসীর স্ত্রী ও যুবকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একই ঘর থেকে এক গৃহবধূ ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া গৃহবধূ টুসি খাতুন (২৪) খয়রাবাদ গ্রামের প্রবাসী সান মোহাম্মদের স্ত্রী। তাঁর সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে রাকিব আলীর (২৮) লাশ।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, দুই সন্তানের মা টুসি খাতুনের স্বামী বিদেশে থাকেন। শনিবার রাতে টুসি খাতুন ও রাকিব আলীকে ঘরে একসঙ্গে দেখেন টুসির শাশুড়ি। এ সময় দরজা লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তাঁরা।

পরে স্থানীয়রা জানালা দিয়ে তাঁদের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাসার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে শাশুড়ি দেখে ফেলায় মান-সম্মানের ভয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’ উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়