পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব রক্ষক ও ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
নিনা আফরিন ,পটুয়াখালী : আউটসোর্সিংয়ে চাকুরী দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মূল হোতা পটুয়াখালী মেডিকেল কলেজের হিসাব রক্ষক সাইদুর রহমানকে অপসারণ ও ঠিকাদার আঃ কুদ্দুস এর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা।
রবিবার বেলা ১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন খাদিজা আক্তার হাসি, মাহমুদা, ফাতেমা কাওসার সহ অন্যান্যরা।
বক্তারা জানান, পটুয়াখালী মেডিকেল কলেজের ক্যাশিয়ার সাইদুর রহমান ও ঠিকাদার আঃ কুদ্দুস মিলে দীর্ঘদিন যাবত চাকুরীর প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মেডিকেল কলেজে পুনরায় টেন্ডার হওয়ায় তাদের কাছে আবারও দুই থেকে তিন লাখ টাকা দাবী করছে। টাকা না দিলে তাদের চাকরি থাকবে না। জালিয়াতির মাধ্যমে সাইদুর রহমান একজন স্বাস্থ্যসহকারী থেকে পটুয়াখালী মেডিকেল কলেজের হিসাবরক্ষক হয়েছেন বলেও তারা জানান। তারা সাইদুর রহমান ও আব্দুল কুদ্দুসের সুষ্ঠু বিচার দাবীকরেন।
আপনার মতামত লিখুন :