শিরোনাম
◈ রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা টাকা না পাওয়ায় হোটেল ছাড়ছেন না ◈ ভারত থেকে চালবাহী দুটি জাহাজ এল মোংলা বন্দরে ◈ প্রবাসী মন্ত্রণালয়ের বিদেশগামীদের জন্য সতর্কবার্তা ◈ তিতুমীর কলেজকে বিশেষ কোনও সুবিধা দেওয়ার সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব ◈ ঢাকার হোটেলে আটকে আছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ◈ পঞ্চম দিনের মতো অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ◈ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার ◈ ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি বিপিএলে ব্যর্থতার দায় স্বীকার করলেন ◈ দক্ষিণ এশিয়ার কূটনীতি পরিবর্তনের পেছনে ভারত-পাকিস্তানের পুরনো প্রতিদ্বন্দ্বিতা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪১ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টমেটো চাষ করে সফলতা পেয়েছেন শুকুরউল্লারগাঁও এর কৃষকরা

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ক্লাস্টার ভিত্তিতে, মালচিং পেপার ব্যবহার করে আগাম টমেটো চাষ করে সফলতা পেয়েছেন শুকুরউল্লারগাঁও এর কৃষকরা। তরুণ কৃষক আব্দুল মান্নান এ বছর ১০ বিঘা জমিতে আগাম টমেটো আবাদ করেছেন। তার উৎপাদন খরচ হয়েছে প্রায় ২১ লাখ টাকা। এ পর্যন্ত প্রায় ৪৫ লক্ষ টাকার টমেটো বিক্রি করেছেন।
 
কৃষক আব্দুল মান্নান গত বছর ৬ বিঘা জমিতে আগাম জাতের টমেটোর আবাদ করেন। খরচ বাদে তাঁর লাভ হয় প্রায় ২০ লাখ টাকা। নতুন এই পদ্ধতিতে আগাম টমেটো চাষ করে কৃষক আব্দুল মান্নানের ব্যাপক সাফল্যে ও অধিক লাভবান হওয়ায় ইতোমধ্যে এলাকায় বেশ সাড়া ফেলে। আব্দুল মান্নানের পাশাপাশি আমিনা বেগম ও টমেটো চাষে উদ্বুদ্ধ হন।
 
কৃষানী আমিনা বেগম বলেন, হীড বাংলাদেশ এর সহায়তা নিয়ে ২ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন।  এতে ব্যয় হয়েছে ৩ লক্ষ টাকা। এ পর্যন্ত তিনি ৭ লক্ষ টাকার টমেটো বিক্রি করেন।
 
একই গ্রামের  কৃষানী মর্জিনা বেগমও ২ বিঘা জমিতে টমেটো চাষাবাদ করেন। খরচ বাদে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা আয় করে সফলতা পেয়েছেন। এভাবেই শুকুরউল্লাহগাঁও এর আব্দুল মান্নান, আমিনা বেগম, মর্জিনা বেগম, আব্দুস সালাম, খায়রুদ্দিন, হোসনে আরা বেগম, জামাল হোসেন, আলাউদ্দিন,  জয়নাল আবেদীন, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন ও মহুব আলীর মতো কৃষকরা টমেটো চাষ করে সফলতা পেয়েছেন।
 
হীড বাংলাদেশ এর কৃষি কর্মকর্তা সোহেল সিকদার বলেন, কৃষি ইউনিটের কৃষিখাতে হীড বাংলাদেশ এর বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়  টমেটো চাষীরা এখন স্বাবলম্বী। মালচিং পেপার, জৈবসার, বীজ, রাসায়নিক সার, জৈব বালাই নাশক, হলুদ কার্ড, ফেরোমন ফাঁদ, প্রশিক্ষণ, নিয়মিত ক্ষেত পরির্দশন ও পরামর্শ প্রদান করা হয়েছে।
 
এছাড়াও ক্লাস্টার ভিত্তিতে মালচিং পেপার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে আগাম চাষাবাদ করায় টমেটো চাষীরা প্রথম দিকে বেশি দামে বিক্রি করতে সক্ষম হন এবং পরিবহন খরচ অনেকটা সাশ্রয় হয়েছে।
শুকুরউল্লাহগাঁও এর ১২ জন চাষী ১১৮৫ শতাংশ জমিতে ক্লাস্টার ভিত্তিতে, মালচিং পেপার ব্যবহার করে টমেটো চাষ করেছেন। এতে খরচ হয়েছে প্রায় ৭৭ লক্ষ টাকা। বিক্রি হয়েছে প্রায় ১ কোটি ৬৪ লক্ষ টাকা।
 
এখন যদি আবহাওয়া অনূকূলে থাকে আর বৃষ্টিপাত না হয়, তাহলে আরো ২৫ থেকে ৩০ লক্ষ টাকা বিক্রি করা সম্ভব হবে এমনটাই আশা প্রকাশ করছেন টমেটো চাষীরা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়