শিরোনাম

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:২৯ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রামে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়া নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হামিদকে বহিষ্কার করা হয়েছে। সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা। তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সদ্য বিলুপ্ত নগর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হইবে।

এর আগে, গত ৩০ জানুয়ারি বিকেলে খুলশী থানার আমবাগান শহীদ মিনার এলাকায় হাতেনাতে মোশারফ হোসেন অভি নামে ছাত্রলীগের এক কর্মীকে ধরে ফেলেন ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা। তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে আটকের পরেও ওই ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ। যা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। 

এদিকে, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম (খাজা) স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে যুবদল সংগঠক মো. মুরাদকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নানা অভিযোগের সত্যতা পাওয়ায় (পূর্ব ষোলশহর) চাঁদগাও থানা দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছে মহানগর বিএনপি। উৎস: ইনডিপেনডেন্ট
টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়