শিরোনাম

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:১০ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগের ঝটিকা মিছিল, চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ঝটিকা মিছিলে অংশ নেওয়া পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিল চলাকালে সেখানে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার আনুমানিক ৬ টার দিকে নগরীর জিইসি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন কর্মী হঠাৎ মিছিল বের করে। মিছিলে তারা নানা ধরনের স্লোগান দেয়। ৮ থেকে ১২ মিনিটের মধ্যে মিছিল শেষ করে তারা দ্রুত সটকে পড়ে। এই মিছিলের একটা ভিডিও ছাত্রলীগের বিভিন্ন পেইজে শেয়ার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান-ঝটিকা মিছিলের বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে মিছিলকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই চট্টগ্রাম দক্ষিণের নেতা–কর্মী। বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে।

এঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে খুলশি থানার এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। উৎস: ইনডিপেনডেন্ট টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়