শিরোনাম

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৮ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে রফিকুল ইসলাম নামের এক ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে দাবি করছেন পরিবারের সদস্যরা।
 
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম (৩২) উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে। তিনি পটুয়াখালী জেলা সদরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জানুয়ারি) ছুটিতে বাড়িতে আসেন রফিকুল ইসলাম। শনিবার বিকেল তিনটার দিকে বাড়ির পাশের বাঁশঝাড়ে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দেন। সম্প্রতি তার ছোট ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এর আগে তার বোন মারা গেছে। এরপর থেকেই রফিকুল মানসিকভাবে ভেঙে পড়েন। হয়তো এসব নিয়ে হতাশ হয়েই আত্মহত্যা করেছেন তিনি।
 
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া মৃত্যুর কারণ জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
 
 
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়