হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করে শাস্তির ব্যবস্থা করতে হবে : ছাত্রশিবির
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : জুলাই আন্দোলনে গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে ফরিদপুরে গণমিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ফরিদপুর শহরের চকবাজার মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর শহর শাখার সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক দিদার হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, ফরিদপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ, রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি ফাহিম বিশ্বাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ শহীদ এবং ৩ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম তা এতদিন দিল্লির প্রেস্ক্রিপশনে চলেছে৷ কিন্তু ২৪‘র ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ দিল্লির প্রেসক্রিপশনে চলতে দেওয়া হবেনা। তারা বলেন, অনতিবিলম্বে হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে৷
আগামী জাতীয় নির্বাচনের আগেই তাদের দুর্নীতি, গুম ও খুনসহ যাবতীয় দেশবিরোধী কর্মকান্ডের বিচার করতে হবে৷ জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে আগামী দিনের রাজনীতি পরিচালিত করার জন্য আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
আপনার মতামত লিখুন :