শিরোনাম
◈ রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন আন্দোলন-সংশ্লিষ্ট  নারীরা: উমামা ফাতেমা ◈ লিবিয়ার সৈকতে অন্তত ২০ বাংলাদেশির লাশ: কারও বালুর স্তূপে ঢাকা, কারও লাশ আবার সাগরে ভাসছে ◈ সোহেল তাজ কোন মাস্টারমাইন্ডকে ধরিয়ে দিতে বলছেন? ◈ কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় মির্জা ফখরুলের বিবৃতি ◈ রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন, মনোভাব বোঝার চেষ্টায় যুক্তরাষ্ট্র ◈ সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা ◈ আ. লীগের কলকাতায় বৈঠক থেকে কর্মসূচি, বাস্তবায়নই পরীক্ষা ◈ শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত : ডিবি প্রধান ◈ জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা ◈ সরকারের বই সেন্সরের পরিকল্পনা নেই: সংস্কৃতি উপদেষ্টা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনির্দিষ্টকালের জন্য সরকার নয় : ড.মোশাররফ

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,এখন সরকারে আছে নিরপেক্ষ একটি নির্দলীয় সরকার,অন্তর্বর্তীকালীন সরকার।এখানে ষড়যন্ত্র করছে,অন্তর্বর্তীকালীন সরকার যাতে বেশি দিন থাকতে পারে।অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনির্দিষ্টকালের জন্য সরকার নয়।তারা নিজেরা যে প্রতিশ্রুতি করেছে, যে জনগণের কাছে ক্ষমতা দিবে।সেটার জন্য অতি দ্রুত জনগণের কাছে ভোটের অধিকার দিয়ে জনগণকে সুযোগ দেয়া এটা তাদের দায়িত্ব যে নির্বাচনের মাধ্যমে জনগণ যাতে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে।এধরনের পরিস্থিতিতে একটি জনগণের নির্বাচিত সরকার ছাড়া অন্য কোন উপায় নাই।

তিনি আজ শনিবার(১ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ৮ ফেব্রুয়ারি বিশাল জনসভা উপলক্ষে এক প্রস্তুতিমূলক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে যে অন্যায়, অত্যাচার,নির্যাতন-নিপীড়ন করেছে তার প্রতিবাদে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র এবং জনগণের গণঅভুত্থানের মাধ্যমে ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেত্রী এবং এখানে যারা আওয়ামী লীগ করেন তাদেরকে না জানিয়ে,তাদেরকে রাস্তায় ফেলে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন বোনকে নিয়ে।জনগণকে বিভ্রান্ত করার জন্য আওয়ামী লীগের সমর্থকরা নানাভাবে ষড়যন্ত্র করছে।এখন আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ ফেসবুকে চেষ্টা করছেন আগামী দিনে নাকি আওয়ামী লীগ আবার জেগে ওঠবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই এতো সহজ হবে না। 


ড.মোশাররফ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,এখন বিএনপি ক্ষমতায় বা সরকারে নেই।কিন্তু আওয়ামী লীগ নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা গত ১৫ বছর কিসের জন্য আন্দোলন করেছি এটা বলা দরকার।মানুষকে বুঝাতে হবে,গত ১৫ বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই।বিএনপি ভোটের অধিকারের জন্য,গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছে।আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন করেছি।আমরা এদেশে যে লুটপাট হয়েছে ,ব্যাংক লুট,অর্থ লুট এবং বিদেশে পাচার এগুলোর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি।     

দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক  সিনিয়র সহসভাপতি এ.কে.এম সামছুল হক,কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাশেম,দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক  এম.এ লতিফ ভূঁইয়া,তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গনি ভূঁইয়া,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন আহমেদ,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার,যুবদলের কেন্দ্রীয় নেতা মামুন হোসেন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাক সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম.এ সাত্তার, যুগ্ম আহবায়ক মাহাবুব হোসেন হিরণ, খন্দকার বিল্লাল হোসেন সুমন, সলাউদ্দিন সরকার, বাবুল মোল্লা,যুবদল নেতা শাহআলম সরকার,শরীফ হোসেন চৌধুরী,রোমান খন্দকার প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়