শিরোনাম

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে কৃষক, কৃষাণীদের জন্য চালু হয়েছে ফার্মারস ফিল্ড বিজনেস স্কুল

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে কৃষক, কৃষাণীদের উৎপাদনের পাশাপাশি কৃষি উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসাবে গড়ে তুলতে চালু করা হয়েছে ফার্মারস ফিল্ড বিজনেস স্কুল।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে রেইনস প্রকল্পের আওতায় কৃষি একটি ব্যবসা এই শ্লোগানকে সামনে রেখে পরিচালিত হচ্ছে এসব ফার্মারস ফিল্ড বিজনেস স্কুল (এফএফবিএস)।

প্রাথমিক ভাবে ফার্মারস ফিল্ড বিজনেস স্কুল (এফএফবিএস) গুলো গড়ে তোলা হয়েছে ৪নং শহরগ্রাম, ৬নং ভান্ডারা এবং ৯নং মঙ্গলপুর ইউনিয়নে। প্রতিটি এফএফবিসএ সদস্য সংখ্যা রয়েছে ৩০ (ত্রিশ) জন করে।
বিশ^ ব্যাংকের অর্থায়নে পরিচালিত রেইনস প্রকল্পের অন্যতম একটি লক্ষ্য ও উদ্দেশ্য হলো গ্রামীন কৃষকের আর্থ সামাজিক উন্নয়ন। তাই ১৩ সেশনব্যাপী প্রতিটি এফএফবিএস পরিচালিত হবে। ১৩ সেশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেশন হলো নিকটবর্তী/স্থানীয় বাজার জরীপ। উপজেলার ভান্ডারা ইউনিয়নের এফএফবিএস এর সদস্যবৃন্দ ভাড়াডাঙ্গী হাটে এবং শহরগ্রাম ইউনিয়নের এফএফবিএসের সদস্যবৃন্দ নাড়াবাড়ী হাটে বিক্রেতাদের সাথে কথা বলে বাজারের খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করেন।

জরীপের সময় প্রায় ৫০ টি প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করা হয়। যেমন উচ্চমূল্যের ফসল কোনগুলো, কোন সবজি সমূহের চাহিদা বেশী এবং বাজার মূল্য কেমন? বাজারে প্রবেশে কৃষকের কোন প্রকার সমস্যা আছে কি না? ইত্যাদি। এসময় জরীপ কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম। এসময় সংশিষ্ট উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল আলম এবং তানজিুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়