শিরোনাম
◈ রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন আন্দোলন-সংশ্লিষ্ট  নারীরা: উমামা ফাতেমা ◈ লিবিয়ার সৈকতে অন্তত ২০ বাংলাদেশির লাশ: কারও বালুর স্তূপে ঢাকা, কারও লাশ আবার সাগরে ভাসছে ◈ সোহেল তাজ কোন মাস্টারমাইন্ডকে ধরিয়ে দিতে বলছেন? ◈ কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় মির্জা ফখরুলের বিবৃতি ◈ রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন, মনোভাব বোঝার চেষ্টায় যুক্তরাষ্ট্র ◈ সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা ◈ আ. লীগের কলকাতায় বৈঠক থেকে কর্মসূচি, বাস্তবায়নই পরীক্ষা ◈ শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত : ডিবি প্রধান ◈ জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা ◈ সরকারের বই সেন্সরের পরিকল্পনা নেই: সংস্কৃতি উপদেষ্টা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফয়সাল চৌধুরী, জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়ায় বাসের ধাক্কায় শুভ (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন। নিহত শুভ নাটোর সদর উপজেলার চৌধুরীবাড়ি এলাকার হোসেন আলীর ছেলে। আহত ব্যক্তির নাম মোস্তফা। তিনি একই এলাকার বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা বারোটায় কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেলকে পাবনা অভিমুখী একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ঘটনা স্থলেই মারা যায় এবং মোটরসাইকেল আরোহী আহত অবস্থায় গ্রাম্য ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এছাড়াও মোটরসাইকেল আরোহী একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়