শিরোনাম
◈ রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন আন্দোলন-সংশ্লিষ্ট  নারীরা: উমামা ফাতেমা ◈ লিবিয়ার সৈকতে অন্তত ২০ বাংলাদেশির লাশ: কারও বালুর স্তূপে ঢাকা, কারও লাশ আবার সাগরে ভাসছে ◈ সোহেল তাজ কোন মাস্টারমাইন্ডকে ধরিয়ে দিতে বলছেন? ◈ কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় মির্জা ফখরুলের বিবৃতি ◈ রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন, মনোভাব বোঝার চেষ্টায় যুক্তরাষ্ট্র ◈ সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা ◈ আ. লীগের কলকাতায় বৈঠক থেকে কর্মসূচি, বাস্তবায়নই পরীক্ষা ◈ শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত : ডিবি প্রধান ◈ জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা ◈ সরকারের বই সেন্সরের পরিকল্পনা নেই: সংস্কৃতি উপদেষ্টা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিখোঁজ রিক্সা চালকের মরদেহ মিললো মোবাইল ফোনে 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ব্যাটারী চালিত রিক্সা নিয়ে নিখোঁজের একদিন পর ফরহাদ প্রামানিক (২২) নামে এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে শনিবার (০১ ফেব্রুয়ারী) সকালে কোতয়ালী থানায় মামলা করেছেন।  মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি (তদন্ত) মো. জাফর ইকবাল। 

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারী) বিকেলে জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারীটেকের হাতেম মোল্যা পাড়া এলাকার একটি পুকুরপাড় থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রিক্সা চালক রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের ছাত্তার প্রামানিকের ছেলে।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের প্রথমদিকে বিয়ে করেছেন ফরহাদ প্রামানিক (২২) এবং তার স্ত্রী অন্ত:স্বত্তা। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হন তিনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। পরেরদিন শুক্রবার সকাল ৯ টার দিকে ফোনটি খোলা পেয়ে ফোন দিলে একজন মহিলা রিসিভ করে জানায়, মাঠের মধ্যে তিনি মোবাইলটি পেয়েছেন। পরে সেখানকার মেম্বারের সাথে যোগাযোগ করে মোবাইল যেখানে পাওয়া গেছে তার আশপাশে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দুপুরের দিকে পুকুরের পাশে পরনের প্যান্ট পাওয়া যায়। তখন পুকুর পাড়ে খুঁজতে থাকলে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় নিখোঁজ রিক্সা চালকের মরদেহটি পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা ছাত্তার প্রমানিক বাদি হয়ে শনিবার সকালে কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে মামলা করেছেন। 

ঘটনাস্থল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঘটনাস্থল এলাকায় ছাগল নিয়ে মাঠে যায় স্থানীয় শেফালী বেগম নামে এক নারী। সে মোবাইলটি পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে মোবাইলটি চালু করার পরেই নিহতের পরিবারের লোকজন থেকে ফোন আসে। খবর পেয়ে ছুটে আসে বাবা-মাসহ স্বজনরা।  

নিহতের বাবা ছাত্তার প্রামানিক বলেন, এক বছর আগে বিয়ে করেছিল, ওর বউ গর্ভবতী। সে জন্য নতুন একটি রিক্সা কিনে গোয়ালন্দ এলাকা দিয়ে চালাতে শুরু করে। আমার ছেলের কোনো শত্রুও নেই। ওরে মেরে রিক্সাটিও নিয়ে গেছে। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।

মামলার বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ওসি (তদন্ত) মো. জাফর ইকবাল জানান, ধারণা করা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সাটি হাতিয়ে নেওয়ার জন্য ফরহাদকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে একটি মামলা করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। 

প্রতিবেদক

  • সর্বশেষ
  • জনপ্রিয়