শিরোনাম
◈ রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন আন্দোলন-সংশ্লিষ্ট  নারীরা: উমামা ফাতেমা ◈ লিবিয়ার সৈকতে অন্তত ২০ বাংলাদেশির লাশ: কারও বালুর স্তূপে ঢাকা, কারও লাশ আবার সাগরে ভাসছে ◈ সোহেল তাজ কোন মাস্টারমাইন্ডকে ধরিয়ে দিতে বলছেন? ◈ কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় মির্জা ফখরুলের বিবৃতি ◈ রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন, মনোভাব বোঝার চেষ্টায় যুক্তরাষ্ট্র ◈ সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা ◈ আ. লীগের কলকাতায় বৈঠক থেকে কর্মসূচি, বাস্তবায়নই পরীক্ষা ◈ শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত : ডিবি প্রধান ◈ জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা ◈ সরকারের বই সেন্সরের পরিকল্পনা নেই: সংস্কৃতি উপদেষ্টা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৪০ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব ইজতেমা ময়দানে চলছে বয়ান-তালিম, বিকেলে যৌতুকবিহীন বিয়ে

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে বয়ান, তালিম, জিকির ও অন্যান্য ইবাদতের মধ্য দিয়ে চলছে প্রথম ধাপের দ্বিতীয় দিনের কার্যক্রম। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ আলম। বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা উবায়দুর রহমান।

আজকের বয়ানে ছিল—আখেরাতে ভালো কিছু পাওয়ার জন্য মহান আল্লাহর ইবাদত, নবী-রাসুলের আদর্শ মেনে দুনিয়াতে দ্বীনের দাওয়াতে কাজ চালিয়ে যাওয়া এবং ঈমান-আমলের সঙ্গে নিজেদেরকে পরিচালিত করার বিষয়ে। আজ আসর নামাজের পর বেশকিছু যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিয়েতে বর ও কনে পক্ষের অভিভাবকরা উপস্থিত থাকবেন। উভয় পক্ষের সম্মতিতে এটি অনুষ্ঠিত হবে। পাকিস্তানের তাবলিগ মুরুব্বি এ বিয়ের কার্যক্রম পরিচালনা করবেন।

বিশ্ব ইজতেমায় আগতদের মধ্যে এ পর্যন্ত তিনজন মুসল্লি মারা গেছেন। বার্ধক্যজনিত ও অসুস্থ হয়ে তারা মারা গেছেন বলে জানিয়েছে ইজতেমার আয়োজকরা।

আগামীকাল রোববার ফজরের পর বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দেবেন মাওলানা ইব্রাহীম দেওলা। এরপর সকাল ৯টা থেকে ১০টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের।

ইজতেমায় অংশ নিতে বিভিন্ন দেশের অন্তত দুই হাজার ৫০০ জন বিদেশি মুসল্লি ময়দানে এসে উপস্থিত হয়েছেন। তারা তাদের জন্য নির্ধারিত তাঁবুতে অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগিতে দিন পার করছেন।

২০১৮ সালে তাবলিগের দিল্লির মাওলানা সাদ ও বাংলাদেশের জুবায়ের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। ২০১৯ সাল থেকে তাবলিগের দুই পক্ষ মাওলানা জোবায়ের ও সাদ কান্ধলভী অনুসারীরা দুই পর্বে আলাদাভাবে ইজতেমা শুরু করেন। তবে এবারই প্রথম মাওলানা জোবায়েরের অনুসারীরা দুই ধাপে ইজতেমা করছেন। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লি। এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। আর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা করার কথা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়