আজিজুল ইসলাম :যশোরের বাঘারপাড়ার রায়পুর এলাকা থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন নলডাঙ্গা গ্রামের মৃত আকবার মোল্যার ছেলে শাহিনুর রহমান, একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রিয়াজ হোসেন ও রামকৃষ্ণপুর গ্রামের মহাসিন বিশ্বাসের ছেলে আমিন হোসেন। এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে মাদক জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে সেবন ও বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলো। বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :