শিরোনাম
◈ হেফাজতে যুবদল নেতার মৃত্যু, জরুরি তদন্তের নির্দেশ ◈ যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন: আইএসপিআর ◈ সুইজারল্যান্ডের সহযোগিতা বন্ধ: এতে বাংলাদেশে কী প্রভাব পড়বে? ◈ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করলো ইসলামিক ফাউন্ডেশন ◈ খালেদা জিয়া অনেকটাই সুস্থ, হোম ভিজিট সিস্টেমে চলছে চিকিৎসা ◈ ওয়াশিংটনের রেশ না কাটতেই ফের বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে ◈ আওয়ামী লীগের কর্মসূচির প্রথম দিন: ঢাকায় লিফলেট বিতরণ ◈ ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে একসঙ্গে ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫ ◈ প্রেসসচিব শফিকুল আলম আলোচিত সেই মাফলারটি বিক্রির ঘোষণা দিলেন ◈ দেশত্যাগে নিষেধাজ্ঞা এনামুল হক বিজয়ের

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৩৪ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বাস চাপায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছে। এঘটনা আহত হয়েছে আরও ৪ জন। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সদর উপজেলার মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, সদর উপজেলার বাঐতারা গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও স্ত্রী সুমনা বেগম (৩৫)। একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন, একই গ্রামের রঙ্গিলা বেগম (৬০), নুরুল ইসলাম (৪৬) জুবায়দা খাতুন (২৭), রাইসা মনি (৭)। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ফয়সাল আহম্মেদ এতথ্য নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৮ টার দিকে দুর্ঘটনা কবলিত দুই জনের মরদেহ মর্গে রাখা হয়েছে। এবং আহত ৪ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকেই একজনের মরদেহ বাড়িতে নিয়ে যায় বলে নিহতের স্বজনেরা জানিয়েছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মুলিবাড়ী চেকপোষ্ট এলাকায় অজ্ঞাতনামা বাস ৭ যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালকসহ সব ভ্যানযাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়